Farmers' Act 2020

সিঙ্গুর উস্কে দিলেন মমতা

কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতায় গাঁধীমূর্তির পাদদেশে তৃণমূলের কৃষক ও খেতমজুর সংগঠনের তিন দিনের কর্মসূচির এ দিনই ছিল শেষ দিন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২০ ০৫:৪৪
Share:

তৃণমূলের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার। ছবি: সুমন বল্লভ

নয়া কৃষি আইনের বিরোধিতায় পথে নেমে জমি অধিগ্রহণের প্রতিবাদে নিজের আন্দোলনের কথা মনে করিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি বলেন, ‘‘২৬ দিন অনশন করেছিলাম ধর্মতলায়। কিন্তু ঠিক করেছিলাম, এই আন্দোলনে সাফল্যমণ্ডিত হবই। তার জন্য জীবন যায় যাবে। প্রতিজ্ঞা থেকে সরব না।’’

Advertisement

এ দিকে কলকাতায় এ দিনই নতুন আইন নিয়ে বিরোধীদের অভিযোগ নস্যাৎ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘এই আইনে কৃষকদের ক্ষতি হবে না। তাঁদের সঙ্গে বারবার আলোচনা হচ্ছে। আলোচনাতেই সমাধান হবে।’’

কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতায় গাঁধীমূর্তির পাদদেশে তৃণমূলের কৃষক ও খেতমজুর সংগঠনের তিন দিনের কর্মসূচির এ দিনই ছিল শেষ দিন। সেখানে উপস্থিত দলের কর্মী-সমর্থকদের সিঙ্গুর আন্দোলনের কথা সবিস্তার মনে করিয়ে দিয়েছেন মমতা। তার সঙ্গে কেন্দ্রের নতুন আইনের বিরোধিতাকে জুড়ে মমতা বলেন, ‘‘আমাদের এখানে আলু ভাল হয়। এই আইনে আলু নিয়ে সংকট তৈরি হবে। শীতকালে বোঝা যাবে না। গরমে সংকট দেখা দেবে।’’ তাঁর আরও বক্তব্য, ‘‘আগে আলুর দাম বেড়ে গেলে আমরা (রাজ্য সরকার) ভর্তুকি দিয়ে আলু কিনে রেখেছি। বাজারে যখন ৫০ টাকা দর উঠেছে তখন সরকারের তরফে ২৫ টাকা কিলো আলু পৌঁছে দিয়েছি মানুষের হাতে।’’ নতুন আইনে রাজ্যের সেই ক্ষমতা থাকবে না জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কেন্দ্র যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানে না। গণতন্ত্রও মানে না। শুধু আইন দেখায়।’’ কৃষি আইনের বিরোধিতার সূত্রে মমতা বলেন, ‘‘আমরা সর্বভারতীয় স্তরে কৃষক আন্দোলনকে সমর্থন করছি। আমরা তা করি। নাগরিকত্ব আইন নিয়ে অসমের মানুষের পাশে দাঁড়িয়েছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement