অটলকে শ্রদ্ধা জানিয়ে মোদীকে খোঁচা মমতার

অটলবিহারী সম্পর্কে বরাবরই নিজের এই অভিমত সামনে এনেছেন মমতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯ ০৩:৪৩
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়।

উপলক্ষ্য প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর ৯৫ তম জন্মদিন। তা সামনে রেখেই বাজপেয়ীর উত্তরসূরী বিজেপি শাসকদের নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন প্রধানমন্ত্রীকে ‘প্রকৃত রাষ্ট্রনেতা’ হিসেবে উল্লেখ করে বুধবার টুইট বার্তায় মুখ্যমন্ত্রী বলেছেন, ‘দেশের মঙ্গলের স্বার্থে অটলজি রাজনৈতিক ভেদাভেদের ঊর্ধ্বে থাকতেন। আমরা তাঁর অভাব অনুভব করছি।’

Advertisement

অটলবিহারী সম্পর্কে বরাবরই নিজের এই অভিমত সামনে এনেছেন মমতা। শুধু তাই নয়, বিজেপির বর্তমান প্রজন্মের শীর্ষনেতৃত্বের সঙ্গে বাজপেয়ীর ফারাকের কথা উল্লেখও করেছেন। নাগরিকত্ব আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভাজনের অভিযোগে সরব বিরোধীরা। সেই সূত্রে মমতার এদিনের টুইট বার্তা অর্থবহ বলে মনে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে।

অটলবিহারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন রাজভবনে তাঁর একটি তৈলচিত্রের উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি যাননি। রাজভবনের অনুষ্ঠানে তা উল্লেখ করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তবে তিনিও করাও নাম না করে বলেন, ‘‘রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও শত্রুতা থাকা উচিত নয়। অটলবিহারী) এই পথ এখন মনে রাখা ও কার্যকর করার সময়।’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement