মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।
দুর্নীতি নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের ফের এক বার সতর্ক করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘কাল মারা গেলে কে খাবে ওই কোটি কোটি টাকা!’’
কয়লা ও গরু পাচার, নিয়োগ দুর্নীতির অভিযোগের তদন্তে রাজ্যে কোটি কোটি টাকার হদিস পেয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলি। তদন্তের সূত্রেই রাজ্যের শাসক তৃণমূলের নেতামন্ত্রীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও শুরু হয়েছে। কেন্দ্রীয় এজেন্সির এই তদন্ত নিয়ে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগই করেছে তৃণমূল। তবে শুক্রবার ধর্মতলার ধর্নামঞ্চ থেকে তিনি নেতামন্ত্রীদের উদ্দেশে ‘কোটি কোটি’ টাকা নিয়ে নির্দিষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘‘মনে রাখতে হবে, রাজনীতিতে পেতে আসিনি। দিতে এসেছি। মানুষকে দিতে হবে।’’ তার পরেই তিনি বলেন, ‘‘ডাল ভাত খাব, মাছ ভাত খাব। একটা গাড়ি থাকলে আপত্তি নেই। একটা ওয়াশিং মেশিন। তার বেশি নয়।’’ তিনি মনে করিয়ে দেন, ‘‘তার বেশি যে করেছে, সে মরেছে! ঈশ্বরের মার...।’’
দুর্নীতির প্রসঙ্গে এ দিন নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘কারও ৫০টি পেট্রল পাম্প, ৬০টি ফ্ল্যাট,
ট্রেকার, ট্রলার!’’
শুভেন্দু অবশ্য পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ‘‘হোটেল, বাস, পেট্রল পাম্প একটাও আপনি বা আপনার পরিবার দেননি। চার বছর চেষ্টা করেও কিছু করতে পারেননি। চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে কিছু করে দেখান।’’