ছবি পিটিআই।
উত্তরাখণ্ডের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক ও প্রশাসনিক অভিযোগের তাৎক্ষণিক জবাব দিল না তৃণমূল। দলের অন্যতম মুখপাত্র তথা সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, ‘‘এই রকম বিপদের দিনেও প্রধানমন্ত্রীর মুখে ৪৫ মিনিট ধরে এমন রাজনৈতিক বক্তৃতা শুনে আমরা হতাশ। এ নিয়ে দলের যা বলার, তৃণমূল সোমবার তা বলবে।’’ রাজনৈতিক মহলের ধারণা, আজ, সোমবার বিধানসভায় রাজ্য বাজেটের জবাবি বক্তৃতায় প্রধানমন্ত্রীর অভিযোগ ও প্রশ্নের জবাব দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় রবিবার সন্ধ্যাতেই টুইট করে বলেছেন, ‘‘ভোটের আগে বাংলায় রাজনৈতিক প্রচার চালানোর জন্য মোদী যে ভাবে করদাতাদের টাকা কাজে লাগাচ্ছেন, তা দেখে স্তম্ভিত! সরকারি মঞ্চ এখন প্রধানমন্ত্রীর আত্মপ্রচারের জায়গা। লজ্জাজনক!’’ সাংসদ সৌগত রায় অবশ্য প্রধানমন্ত্রীর তোলা সব অভিযোগ খারিজ করে বলেন, ‘‘প্রধানমন্ত্রী মমতাকে নির্মম বলেছেন। আসলে তিনি নিজেই নরাধম! দিল্লির বুকে ৭০ দিন দুঃসহ কষ্টে বসে আছেন কৃষকরা। তাঁদের সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করছেন না তিনি।’’ সৌগতবাবুর দাবি, ‘‘আমপানে ১ লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে। মোদী দিয়েছেন মাত্র ১ হাজার কোটি টাকা। অবান্তর কথা বলছেন!’’