—ফাইল চিত্র।
পাহাড়ে ১৫টি সম্প্রদায়ের জন্য আলাদা পর্ষদ গড়া হয়েছে। সমতলেও রাজবংশী, আদিবাসী উন্নয়ন বোর্ড গঠিত হয়েছে। এ বারে নমশূদ্রদের জন্যও একটি বোর্ড গঠনের আশ্বাস দিল রাজ্য।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরকন্যায় বৃহস্পতিবার নমশূদ্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের এমন আশ্বাস দিয়েছেন বলে দাবি ওই গোষ্ঠীর নেতাদের।
বৈঠকের পরে নমশূদ্র বিকাশ পরিষদের সভাপতি মুকুল বৈরাগ্য বলেন, ‘‘আমাদের সম্প্রদায়ের সার্বিক উন্নতির জন্য একটি আলাদা পর্ষদ দরকার। সে কথাই এ দিন মুখ্যমন্ত্রীকে বলেছি। তিনি আশ্বাস দিয়েছেন, ৫ নভেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নমশূদ্র বিকাশ পর্ষদ গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’’
রাজ্যে প্রায় ২ কোটি ৮৭ লক্ষ মানুষ নমশূদ্র সম্প্রদায়ভুক্ত। মতুয়া সম্প্রদায়ের প্রায় ৯৮ শতাংশ মানুষও নমশূদ্র সম্প্রদায়ভুক্ত। প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে, নমশূদ্রদের জন্য আলাদা পর্ষদ গড়া হলে সুযোগ-সুবিধার অধীনে মতুয়া সম্প্রদায়ের প্রায় সব মানুষই চলে আসবেন।