Mamata Banerjee

পুজো অনুদান বাড়িয়ে ২৫ হাজার করলেন মমতা, তুলে দিতে বললেন মণ্ডপের ভিআইপি গেট

শুক্রবার সন্ধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে প্রশাসনিক এবং সমন্বয় বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৯ ১৯:৪১
Share:

পুজো অনুদান বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

১০ হাজার টাকা থেকে বাড়িয়ে, এ বার রাজ্যের প্রতিটি দুর্গাপুজো কমিটিকে সরকারের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement

শুক্রবার সন্ধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে প্রশাসনিক এবং সমন্বয় বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে বলেন, ‘‘রাজ্যের অর্থনৈতিক হাল ভাল নয়। কিন্তু তার মধ্যেও পুজো আমাদের ঐতিহ্য। তা রক্ষা করতেই সরকারের পক্ষ থেকে এই অনুদান দেওয়া হবে।”

এ ছাড়া, রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগম এবং সিইএসসি পুজো কমিটিগুলিকে বিদ্যুতের মাশুলে ২৫ শতাংশ ছাড় দেবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

আরও পড়ুন: বিকাশের চিত্র করুণ! বৃদ্ধির হার নেমে এল ৫ শতাংশে, ৬ বছরে সর্বনিম্ন​

মমতা এ দিন পুজো প্যান্ডেলে ভিআইপি গেট এবং পাস প্রথার সমালোচনা করেন। ওই প্রথা তুলে দেওয়ার পরামর্শ দেন পুজো কমিটিগুলোকে। বলেন, ‘‘কেউ খারাপ ভাবে নেবেন না। পুজোয় ভিআইপি পাস এবং ভিআইপি গেট প্রথাটা খুব খারাপ।”

তিনি আরও বলেন,‘‘ কোনও কোনও ক্লাবে ভিআইপি গেট রয়েছে। এতে প্রবলেম হয়। দেখতে যদি হয়, লাইন দিয়ে ঢোকো। এইটা বাদ দিন। সব ঠিক হয়ে যাবে।”

তিনি ভিআইপি প্রসঙ্গেই বলেন, ‘‘চতুর্থীর পর থেকে রাস্তায় লালবাতি নিয়ে বেরোনো উচিৎ নয়। যাঁরা ভিআইপি, তাঁরা দুপুর বেলায় দেখতে যান। না হলে ফাঁকা সময়ে যান।”

আরও পড়ুন: মিশে যাচ্ছে অনেক ব্যাঙ্ক, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংখ্যা ২৭ থেকে কমে হচ্ছে ১২, ঘোষণা সীতারামনের​

মুখ্যমন্ত্রী ফাঁকা সময়ে প্যান্ডেলে যাওয়া ভিআইপি-দের ফুচকা খাওয়ানোর পরামর্শও দেন পুজো কমিটিগুলোকে। অন্য পুজো কমিটিগুলোকে ভিআইপি প্রথা বন্ধ করার পরামর্শ দিয়ে তিনি দলের তিন মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘‘ববি, অরূপ.. সুজিত, কোনও ভিআইপি পাস নয়। চ্যারিটি বিগিনস্ অ্যাট হোম।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement