ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
নির্বাচনের সময়েই গোর্খাল্যান্ডের ইস্যু জিইয়ে তোলে বিজেপি। তবে পাহাড়ে স্থায়ী ভাবে রাজনৈতিক সমাধানের করতে পারে কেবলমাত্র তৃণমূল। মঙ্গলবার জলপাইগু়ড়ির জনসভায় এমনটাই দাবি করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এই সফরে প্রশাসনিক কাজ সেরে নেওয়ার ফাঁকে নিজের দলকেও চাঙ্গা করার লক্ষ্য রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতার। মঙ্গলবার জলপাইগুড়ির সভা থেকে দলকে একজোট হয়ে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর বার্তা দিলেন তিনি। সেই সঙ্গে ওই মঞ্চ থেকেই বিজেপি তথা নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা। এনআরসি বা এনপিআর ইস্যু থেকে শুরু করে রবীন্দ্রনাথের রচিত জাতীয় সঙ্গীত সংশোধনের জন্য বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর প্রস্তাবের বিরুদ্ধেও সরব হন তিনি।
লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে জমি হারিয়েছে তৃণমূল। তুলনায় পাহাড়ে বিজেপি-র ভোট অনেকটাই বেড়েছে। অন্যদিকে, শাসক দলের বিরুদ্ধে বার বার গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছে। এই আবহে বিধানসভা নির্বাচনের আগে দলীয় নেতা-কর্মীদের একজোট হয়ে কাজ করার পাশাপাশি জনসংযোগ বাড়ানোর ‘নির্দেশ’ দিয়েছেন মমতা। সেই সঙ্গে দলের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, ‘‘১০ বছর পার্টিতে থেকে ভোটের আগে বোঝাপড়া করব, এটা আমি বরদাস্ত করব না।’’ তাঁর কথায়, ‘‘একুশে এমন পরীক্ষা দেবেন, যাতে বিজেপি কোনও দিন পরীক্ষায় বসতে না পারে।’’
আরও পড়ুন: তৃণমূল ১০০টি আসন পাবে কি: মুকুল
এক নজরে মুখ্যমন্ত্রীর বক্তব্য:
• একটু বেশি করে মানুষের সঙ্গে যোগাযোগ করুন।
• বাংলাই ভারতকে পথ দেখাবে।
• বাংলায় তৃণমূল কংগ্রেস জিতছে, জিতবে।
• ভোটের আগে বোঝাপড়া করে বিরোধিতা করবেন, এটা বরদাস্ত করব না।
• পুরনো-নতুন মিলে কাজ করুন। আপনাদের লক্ষ্য, বিজেপি নামক পার্টিকে দূর করে দেওয়া।
• এত কাজ করেও লোকসভা ভোটে উত্তরবঙ্গে কোনও আসন পেলাম না।
• বাংলাকে গুজরাত হতে দেব না।
• আমাকে আক্রমণ করলে প্রত্যাঘাত করব।
• হিন্দু নয়, হিংসা ও কুৎসার ধর্ম তৈরি করেছে বিজেপি।
• কবিগুরুর ‘জন গণ মন’ পাল্টে দেখুন, কী হয়!
• বিধানসভা ভোটে আপনাদের আশীর্বাদ চাই।
আরও পড়ুন: বিজেপির ‘প্রতারণা’ বনাম তৃণমূলের ‘ব্যর্থতা’
• বাইরে থেকে গুন্ডা এলে এখানে গন্ডগোল হয়।
• বাংলায় বহিরাগত গুন্ডাদের ঢুকিয়েছে।
• যাঁরা পরিষেবা পাননি, দুয়ারে সরকার ক্যাম্পে যান।
• পরিযায়ী শ্রমিকদের আমরা নিরাপদে বাড়ি পৌঁছে দিয়েছি। আমরা ৩০০ ট্রেন ভাড়া করে তাঁদের ফিরিয়েছি।
• মূলস্রোতে ফিরেছে কেএলও জঙ্গিরা।
• উত্তরবঙ্গের ৩৭০টি বাগানের চা শ্রমিককে পাকা বাড়ি।
• কোচবিহারে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হচ্ছে।
• রাজবংশীদের উন্নয়নে একাধিক পদক্ষেপ করা হয়েছে।
• দার্জিলিং, তরাই-ডুয়ার্স নিজেদের মতো ভাল থাকবে।
• বন্ধ চা বাগানের শ্রমিকদের বিনামূল্যে ভাতা-রেশন দেওয়া হবে।
• আগে যারা সরকারে ছিল, তার কী কাজ করেছে?
• ভোট এলেই বিজেপি গোর্খাল্যান্ডের কথা বলে।
• পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান আমরাই করব।
• শুধু উল্টোপাল্টা কথা বলার জন্য রয়েছে?
• বিজেপি বলেছিল ২০১৪-তে ২ কোটি চাকরি দেবে।
• বিজেপি ১৫ লক্ষ করে টাকা দেওয়ার কথা বলেছিল। পেয়েছেন?
• বিজেপি-র প্রতিশ্রুতি মানে প্রতারণা।
• এনআরসি এবং এনপিআরের মধ্যে তফাৎ কী?
• বাংলা একমাত্র রাজ্য যা কাউকে বঞ্চনা করে না।
• অসমে ১৯ লক্ষ বাঙালির নাম বাদ দেওয়া হয়েছে।
• মানুষে-মানুষের ভাগাভাগি করাই বিজেপি-র কাজ।
• বিজেপি সবচেয়ে বড় ডাকাত। চম্বলের সবচেয়ে বড় ডাকাত।
• আলিপুরদুয়ারের এবং জলপাইগুড়ির সব উদ্বাস্তু কলোনিকে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে।
• জলপাইগুড়ির ৯৫ শতাংশ মানুষ সরকারি পরিষেবা পান। দুই জেলাতেই উন্নয়ন হয়েছে।
• আলিপুরদুয়ারের ১০০ শতাংশ মানুষ সরকারি পরিষেবা পান।
উত্তরবঙ্গ সফরের অঙ্গ হিসেবে মঙ্গলবার জলপাইগুড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী। দুপুরে জলপাইগুড়িতে জনসভা শুরু করেন তিনি।