Mamata Banerjee

উত্তরবঙ্গে বাড়ির ছাদ কেন লাল, গেরুয়া হবে? প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতার, খতিয়ে দেখার নির্দেশ মুখ্য সচিবকে

বৃহস্পতিবার নবান্ন সভাঘরের বৈঠকে মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘‘মাত্র পাঁচটা বাড়ি নিয়ে জয়পুর যদি পিঙ্ক সিটি হতে পারে, তাহলে রাজ্যের নিজস্ব রং এখানে কেন মানা হচ্ছে না?’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ জুন ২০২৪ ০৭:৪৮
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে। ছবি: পিটিআই।

উত্তরবঙ্গে বাড়ির ছাদ কেন লাল, গেরুয়া হবে, সেই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাদে লাগানোর জন্য উত্তরবঙ্গে ভিন্ন রংয়ের টিন কী ভাবে আমদানি হচ্ছে, তা খতিয়ে দেখার নির্দেশও মুখ্য সচিবকে দিয়েছেন মমতা। দমকলমন্ত্রী সুজিত বসুকেও এ বিষয়ে মমতার প্রশ্নের মুখে পড়তে হয়েছে। নীল-সাদা রং নিয়ে আগেই তৎপর হয়েছিল রাজ্য সরকার। সরকারি ভবন তো বটেই, এমনকি ব্যক্তির বাড়িতে ওই রং করা হলে কর ছাড়ের সুবিধার কথাও ঘোষণা হয়েছিল। তার পরেও সার্বিক ভাবে কেন সেই রং মানা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। ।

Advertisement

বৃহস্পতিবার নবান্ন সভাঘরের বৈঠকে মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘‘মাত্র পাঁচটা বাড়ি নিয়ে জয়পুর যদি পিঙ্ক সিটি হতে পারে, তাহলে রাজ্যের নিজস্ব রং এখানে কেন মানা হচ্ছে না? উত্তরবঙ্গের সব বাড়িতে লাল বা গেরুয়া টিন লাগিয়ে দিয়েছে। যারা ওই টিন সরবরাহ করে তাদেরবলতে হবে, এটা আমাদের রাজ্যের রং নয়। মুখ্যসচিব এই কাজ করবেন। যে যেমন খুশি জামাকাপড় পরতে পারে। নিজের ইচ্ছেমতো বাড়িও তৈরি করতে পারে । কিন্তু বাড়ির ছাদ লাল, গেরুয়া করে দেবে কেন?’’ প্রশাসনিক বিশ্লেষকদের অনেকের অবশ্য প্রশ্ন, তবে কি মুখ্যসচিব টিনের সরবরাহকারীদের ডেকে জানাবেন, রাজ্যের নির্ধারিত রং ছাড়া অন্য রঙের টিন আনা যাবে না?

মমতা এ দিন কেন্দ্রকেও নিশানা করে বলেন, ‘‘মেট্রো স্টেশন সব গেরুয়া করে দিয়েছে। দলের রং কেন থাকবে? আমার দলের রং তো ব্যবহার করি না!..পূর্ত দফতরকে বলব, নবান্নের রং সবাইকে পাঠাতে হবে। মুখ্যসচিবের মাধ্যমে সব দফতরে যাবে।’’

Advertisement

বিধানসভায় বিজেপির সচেতক শঙ্কর ঘোষের বক্তব্য, ‘‘মানবিক মুখ্যমন্ত্রীর অমানবিক মুখ খুব দ্রুত প্রকাশ পেয়েছে। যে কোনও দখলদারির পিছনে দিদিমণির দুষ্টু-দামাল ভাইয়েরা। উনি লাল, গেরুয়া বলে কী বোঝাতে চাইছেন? পুরসভা নির্বাচনের আগে পুর-এলাকাগুলো তো বিরোধীমুক্ত করেছিল তৃণমূল। তা হলে সেই নির্বাচন অবৈধ ঘোষণা করা হোক।’’ সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর দাবি, ‘‘মুখ্যমন্ত্রী বলেছিলেন বাড়ির রং নীল-সাদা করলে কর ছাড় মিলবে। লোকে তাতে সাড়া দেয়নি। কে কোন রং পছন্দ করবেন, সেটা মানুষের স্বাধীনতা। কে কী খাবে, বিজেপির সরকার ঠিক করে দিতে চায়, মুখ্যমন্ত্রীও এক রঙে সব রাঙাতে চান!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement