Mamata Banerjee

কৃষক নেতাদের সঙ্গে নিয়েই বিজেপি বিরোধী লড়াই, সব রাজ্যকে এক হওয়ার ডাক মমতার

ইউপিএ-কে নেতৃত্ব দেবেন? সাংবাদিক বৈঠকে এমনই প্রশ্ন ধেয়ে এসেছিল মমতার দিকে। এর জবাবে তিনি বলেন, ‘‘আমি শুধু মমতা তাড়াতেই চাই।’’ 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০২১ ১৫:৪২
Share:

বৈঠকে মমতা।

শেষ আপডেট: ০৯ জুন ২০২১ ১৬:১৪

আগামী দিনেও বিজেপি বিরোধী প্রচার চলবে: রাকেশ

বাংলায় বিধানসভা ভোটের আগে বিজেপি বিরোধী প্রচার করতে এ রাজ্যে এসেছিলেন কৃষক নেতারা। আগামী দিনেও বিভিন্ন রাজ্যে এই প্রচার চালানো হবে বলে জানালেন রাকেশ টিকায়েত।

শেষ আপডেট: ০৯ জুন ২০২১ ১৬:০৯

টিকায় জিএসটি বসানো অপরাধ: মমতা

কোভিডের টিকায় জিএসটি বসানো অপরাধ। জীূবন-মৃত্যু নিয়ে খেলা করা। অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে: মমতা

Advertisement
শেষ আপডেট: ০৯ জুন ২০২১ ১৬:০৮

মোদীকে তাড়াতে চাই: মমতা

ইউপিএ-কে নেতৃত্ব দেবেন? সাংবাদিক বৈঠকে এমনই প্রশ্ন ধেয়ে এসেছিল মমতার দিকে। এর জবাবে তিনি বলেন, ‘‘আমি শুধু মমতা তাড়াতেই চাই।’’ 

শেষ আপডেট: ০৯ জুন ২০২১ ১৬:০৭

প্রধানমন্ত্রী ভাষণ ছাড়া কিছু দেননি: মমতা

ভাষণ ছাড়া কিছুই দেন না প্রধানমন্ত্রী। টিকা এতদিন কেন দেওয়া হল না? প্রশ্ন তুললেন মমতা। 

Advertising
Advertising
শেষ আপডেট: ০৯ জুন ২০২১ ১৬:০৪

কেন্দ্রের মোকাবিলায় সব রাজ্যকে জোট বাঁধতে হবে: মমতা

বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের মোকাবিলায় সমস্ত বিরোধী রাজ্যগুলিতে এক হওয়ার বার্তা দিলেন মমতা। বললেন, ‘‘এক রাজ্যেকে বিজেপি আক্রমণ করলে, বাকি রাজ্যগুলিকে রুখে দাঁড়াতে হবে।’’

শেষ আপডেট: ০৯ জুন ২০২১ ১৬:০২

দেশের গণতন্ত্র রক্ষা করতে সবাইকে এক হতে হবে: মমতা

দেশের গনতন্ত্র রক্ষা করতে, দেশের কৃষক, শ্রমিক, যুবদের বাঁচানোর জন্য সবাইকে এক হতে হবে। যারা বিজেপির পুরনো নেতা। তাঁরাও এই কাজে যোগ দিতে পারেন। 

শেষ আপডেট: ০৯ জুন ২০২১ ১৬:০১

নোটবন্দির মতো কথা বলা বন্ধ করতে চাইছে বিজেপি: মমতা

নোটবন্দির ঢঙে বিরোধীদের কণ্ঠ রোধ করতে চাই বিজেপি। কিন্তু আমাদের আটকাতে পারবে না।

শেষ আপডেট: ০৯ জুন ২০২১ ১৬:০০

বিজেপি খবরদারি করার রাজত্ব চালাচ্ছে: মমতা

ক্ষমতায় এসে থেকে বিজেপি খবরদারি চালাচ্ছে। কালো আইন আনা ছাড়া কোনও কাজ নেই। 

শেষ আপডেট: ০৯ জুন ২০২১ ১৫:৫৮

এখন পর্যন্ত কেন্দ্রে কোভিড নীতি পরিষ্কার নয়: মমতা

উত্তরপ্রদেশ এবং‌ বিহারে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে কোভিড মৃতদের দেহ। এ ভাবে দেশ চলে।

শেষ আপডেট: ০৯ জুন ২০২১ ১৫:৫৫

তিন কৃষি বিল প্রত্যাহার করা হোক: মমতা

আন্দোলনকারী কৃষকদের দাবি শোনা গেল মমতার গলাতেও। বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের দাবি জানালেন তিনি।

শেষ আপডেট: ০৯ জুন ২০২১ ১৫:৫২

জোর করে কৃষকের জমি নেওয়া উচিত নয়: মমতা

জোর করে কৃষকদের জমি নেওয়ার বিরোধী আমি। এ রাজ্যে এ জন্য আইনও তৈরি করেছি।

শেষ আপডেট: ০৯ জুন ২০২১ ১৫:৫১

যতদিন দাবি আদায় না হয় আন্দোলনকে সমর্থন করতে হবে: মমতা

কৃষক আন্দোলনকে সমর্থন করার পাশাপাশি, ওএই আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন মমতা। তিনি বলেছেন, যত দিন দাবি আদায় না হল আন্দোলনকে সমর্থন করতে হবে।

শেষ আপডেট: ০৯ জুন ২০২১ ১৫:৪৯

মমতার মুখে সিঙ্গুর এবং নন্দীগ্রাম

কৃষক আন্দোলনের প্রসঙ্গে সিঙ্গুর এবং নন্দীগ্রাম আন্দোলনের কথা উল্লেখ করলেন মমতা। 

শেষ আপডেট: ০৯ জুন ২০২১ ১৫:৪৯

শুরু থেকে কৃষক আন্দোলনের সঙ্গে আছি: মমতা

প্রথমদিন থেকে কৃষক আন্দোলনের পাশে আছি। আমাদের অনেক সাংসদ সমর্থন জানাতে সেখানে গিয়েছিলেন। 

শেষ আপডেট: ০৯ জুন ২০২১ ১৫:৪৭

কৃষক আন্দোলনের পাশে রয়েছেন মমতা

নবান্নের বৈঠকে ২০১৯ সালে তৈরি হওয়া নয়া তিন কৃষিবিল কী ভাবে কৃষকদের দুর্দশা নেমে আসবে তা বলেন। 

শেষ আপডেট: ০৯ জুন ২০২১ ১৫:৩৮

নবান্নে মমতার সঙ্গে বৈঠক শুরু কৃষক নেতাদের

বুধবার দুপুরে মমতার সঙ্গে বৈঠক শুরু করলেন কৃষক নেতারা। সেখানে উপস্থিত রয়েছেন রাকেশ টিকায়েত-সহ একাধিক কৃষক নেতা। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement