Mamata Banerjee

বেতন বাড়ছে কলেজ শিক্ষকদের, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নয়া বেতনক্রম অনুযায়ী, ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এবং নেট বা সেট পাশ করা শিক্ষকেরা মাসে ৩০ হাজার টাকা করে বেতন পাবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৯ ২৩:২৭
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।—ছবি পিটিআই।

রাজ্য সরকার অনুমোদিত কলেজ শিক্ষকদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এ ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এ বার থেকে আংশিক সময়ের শিক্ষক, অতিথি শিক্ষক এবং পূর্ণ সময়ের চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন বাড়ছে।

Advertisement

নয়া বেতনক্রম অনুযায়ী, ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এবং নেট বা সেট পাশ করা শিক্ষকেরা মাসে ৩০ হাজার টাকা করে বেতন পাবেন। ১০ বছরের নীচে অভিজ্ঞতা রয়েছে এমন শিক্ষকেরা ২৬ হাজার টাকা করে বেতন পাবেন। যাঁরা নেট পাশ করা নন, অথচ ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে, এমন শিক্ষকেরা মাসে ২০ হাজার টাকা করে বেতন পাবেন। ১০ বছরের কম অভিজ্ঞতাসম্পন্নরা মাসে ১৫ হাজার টাকা করে বেতন পাবেন।

শিক্ষকদের কার্যকাল ৬০ বছর বয়স পর্যন্ত বাড়ানো হল। এছাড়াও তিন লক্ষ টাকা করে গ্র্যাচুইটিও দেওয়া হবে। সেই সঙ্গে প্রতি বছর ৩ শতাংশ ইনক্রিমেন্টও হবে বলে জানানো হয়েছে।

Advertisement

আরও পড়ুন: মানবাধিকার পুরোপুরি লঙ্ঘিত কাশ্মীরে: ফের আক্রমণে মমতা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement