ছবি সংগৃহীত
কেন্দ্র ও রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে যেমন নির্দেশিকা দেবে, তা অনুসরণ করেই চলবে দারুল উলুম দেওবন্দের তত্ত্বাবধানে থাকা মাদ্রাসাগুলি। দেওবন্দের উপাচার্য আবুল কাসিম নোমানি পশ্চিমবঙ্গ রাজ্য রাবেতায়ে মাদারিসে ইসলামিয়ার সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরীকে নির্দেশিকা পাঠিয়ে এই কথা জানিয়ে দিয়েছেন। সেখানে বলা হয়েছে, সরকারি নির্দেশিকার বাইরে আগ বাড়িয়ে কোনও কাজ যেন করা না হয়। লকডাউনের মধ্যে সাড়ে তিন মাস দেওবন্দও বন্ধ আছে। দেওবন্দের চিঠিতে বলা হয়েছে, মাদ্রাসায় ভর্তি ও ক্লাস চলাকালীন মাস্ক, স্যানিটাইজার ব্যবহার ও দূরত্ব বিধি বজায় রাখা আবশ্যিক। রাবেতা বোর্ডের মাধ্যমে সিদ্দিকুল্লা মাদ্রাসাগুলিকে বার্তা পাঠিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে পড়ুয়াদের থাকার জায়গা, রান্নাঘর, শৌচালয়, পাঠকক্ষের দিকে বিশেষ নজর দিতে হবে। মাদ্রাসার আর্থিক সঙ্গতি না থাকলে বেতন দিতে দেরি হতে পারে কিন্তু কোনও বৈষম্য যেন না হয়, তা-ও বলা হয়েছে বার্তায়।