মাদ্রাসা নিয়োগ পরীক্ষার ফল

মাদ্রাসা সার্ভিস কমিশনের লিখিত নিয়োগ পরীক্ষার ফল সোমবার ঘোষণা করা হয়েছে। পঞ্চম থেকে অষ্টম এবং নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল যথাক্রমে ২০১৪ সালের ৮ জুন এবং ২৪ জুন।

Advertisement
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৫৬
Share:

মাদ্রাসা সার্ভিস কমিশনের লিখিত নিয়োগ পরীক্ষার ফল সোমবার ঘোষণা করা হয়েছে। পঞ্চম থেকে অষ্টম এবং নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল যথাক্রমে ২০১৪ সালের ৮ জুন এবং ২৪ জুন। কমিশনের চেয়ারম্যান আবদুর রউফ জানান, প্রথম পরীক্ষায় ৫৪,১৫৭ জন প্রার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১,৩৬৪ জন। দ্বিতীয় পরীক্ষায় ২০,১৪২ জনের মধ্যে ২২৮০ জন পাশ করেছেন।’’ কমিশনের ওয়েবসাইটে (www.wbmsc.com) ফল জানা যাবে। দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় কমিশনের ফল আটকে থাকায় মাদ্রাসাগুলিতে শূন্য পদের সংখ্যা বেড়ে গিয়েছে। বাড়ছে পঠনপাঠনের সমস্যাও। আইনি পরামর্শ মেনে পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement