Madan Mitra

টাকা তুললে ‘টিপে মারা’র মদন-দাওয়াই

সরাসরি কোনও দলের নাম না করলেও তাঁর মন্তব্যে তৃণমূলের দিকেই ইঙ্গিত রয়েছে বলে মনে করছে রাজনৈতিক শিবির।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২২ ০৬:৫৫
Share:

তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্র। ফাইল চিত্র।

চাকরি পাইয়ে দেওয়ার নাম করে যারা টাকা তুলছে, তাদের ‘ছারপোকার মতো টিপে মারা’র দাওয়াই দিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্র। সরাসরি কোনও দলের নাম না করলেও তাঁর মন্তব্যে তৃণমূলের দিকেই ইঙ্গিত রয়েছে বলে মনে করছে রাজনৈতিক শিবির। কামারহাটির বিধায়ক মদন মঙ্গলবার এলাকার একটি অনুষ্ঠানে গিয়ে মন্তব্য করেছেন, ‘‘চিটিংবাজ, ফেরেববাজে চার পাশ ভরে গিয়েছে! চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলছে। এই সব চিটিংবাজদের পেলে ছারপোকার মতো টিপে মারুন! জমি, মায়ের গয়না বা রক্ত বিক্রির টাকা যারা চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তুলে নিয়ে যায়, তাদের কোনও ক্ষমা নেই!’’ তাঁর আরও সংযোজন, ‘‘একটা টেট কী দেখছেন! পার্থের (প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়) বেলায় তো দল ব্যবস্থা নিয়েছে। আরও কত লোক চার পাশে কত টাকা তুলে বেড়াচ্ছে।’’ রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ অবশ্য বলেছেন, ‘‘ওঁর কাছে এই রকম কোনও খবর থাকলে বাইরে না বলে দলের শীর্ষ নেতৃত্বকে জানান। দলই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ ভাবে বললে জনসমক্ষে গোটা দলের অস্বস্তি হয়।’’ তৃণমূল বিধায়কের প্রতি রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্যের কটাক্ষ, ‘‘উনি গান-নাচ নিয়ে রসে-বশে থাকলেই পারেন! এ সব কী বলছেন? তৃণমূলের সতীর্থদেরই তো তা হলে গলা টিপে মারতে হবে। তৃণমূলই অর্ধেক শেষ হয়ে যাবে মদন মিত্রের আক্রমণে!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement