কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের। — নিজস্ব চিত্র।
কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে চাকরি চেয়ে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার হয়েছিলেন উচ্চ প্রাথমিকের ৫৯ জন চাকরিপ্রার্থী। তাঁদের মধ্যে ৫৫ জন মহিলাকে শর্তসাপেক্ষে অন্তর্বর্তীকালীন জামিন দিল আলিপুর আদালত। চার জন পুরুষ চাকরিপ্রার্থীকে ২৫ ডিসেম্বর অর্থাৎ সোমবার পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। পুলিশ শুনানিতে জানিয়েছে, ধর্নার ব্যানারকে সামনে রেখে ‘অপরাধ’ করছেন চাকরিপ্রার্থীরা। ন’জন পুলিশ কর্মী আহত হয়েছেন। চাকরিপ্রার্থীদের আইনজীবী জানিয়েছেন, চাকরিজীবন যাতে কালিমালিপ্ত করা যায়, সে জন্য গ্রেফতার করে ভয় দেখাচ্ছে পুলিশ।
শনিবার আলিপুরের আদালত ৫৫ জন মহিলা চাকরিপ্রার্থীকে ২০০০ টাকার বন্ডের বিনিময়ে অন্তর্বর্তীকালীন জামিন দেয়। চার জন পুরুষ প্রার্থীকে সোমবার পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। ওই ৫৯ জন বিক্ষোভকারীর বিরুদ্ধে সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া-সহ একাধিক জামিনঅযোগ্য ধারায় মামলা করেছিল পুলিশ। সরকারি আইনজীবী জানিয়েছেন, ধর্নার ব্যানারকে সামনে রেখে অপরাধ করছেন বিক্ষোভকারীরা। ন’জন পুলিশ কর্মী আহত হয়েছেন। তদন্তকারী অফিসার (আইও) জানান, জেড ক্যাটাগরির নিরাপত্তা রয়েছে ওই চত্বরে। বার বার এ রকম হলে আইনশৃঙ্খলা ব্যহত হয়। হাজরায় বিক্ষোভ করার কথা ছিল। সেখানে থেকে চলে গিয়েছিলেন ওই চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীদের আইনজীবী বলেন, বিক্ষোভকারীদের চাকরিজীবন যাতে কালিমালিপ্ত করা যায়, গ্রেফতার করে তা নিয়ে ভয় দেখাচ্ছে পুলিশ।
মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে এক বছরেরও বেশি সময় ধরে বিক্ষোভ দেখাচ্ছেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। শুক্রবার ছিল সেই বিক্ষোভের ৫৫৫তম দিন। সেই উপলক্ষে হাজরায় উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। সেই কর্মসূচির মাঝেই ফাঁক গলে এক দল চাকরিপ্রার্থী কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে পৌঁছে যান। সেখানে গিয়ে চাকরি চেয়ে অবস্থান বিক্ষোভ করেন। পুলিশ এসে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় তাঁদের। লালবাজারে নিয়ে যাওয়া হয়। ওই ৫৯ জনকে শনিবার আলিপুর আদালতে হাজির করানো হয়। বিচারক ৫৫ জন মহিলাকে শর্তসাপেক্ষে জামিন দিল।