কলকাতায় রবিবার সকালে ১৫ ডিগ্রিতে নেমে গিয়েছিল তাপমাত্রা। —ফাইল চিত্র।
একে পশ্চিমি ঝঞ্ঝা সক্রিয়, তার উপরে দোসর হয়েছে নিম্নচাপ। বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণের ন’টি জেলায় বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। তবে সপ্তাহের মাঝামাঝি সময় থেকে আবার তাপমাত্রা কমবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত শুকনো আবহাওয়াই থাকবে। তবে সোমবার হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে। রবিবার রাতের তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না। তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গে দুই থেকে তিন ডিগ্রি পারদ চড়তে পারে। পরবর্তী দুই থেকে তিন দিনের মধ্যে আবার তাপমাত্রা কমবে।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, এই নিম্নচাপ ক্রমশ পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা উপকূল ঘেঁষে তামিলনাড়ু উপকূলের দিকে।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা শনিবারের চেয়ে এক ডিগ্রি কম। দমদমে রবিবার ১৩.৬ ডিগ্রিতে নেমে গিয়েছে পারদ। এ ছাড়া, পুরুলিয়ায় ৯.১ ডিগ্রি, ঝাড়গ্রাম, আসানসোল এবং কল্যাণীতে ১২ ডিগ্রি, সিউড়িতে ১১ ডিগ্রি, বর্ধমানে ১৩ ডিগ্রি, পানাগড়ে ১২.২ ডিগ্রি, শ্রীনিকেতনে ১১ ডিগ্রি এবং কৃষ্ণনগরে ১৩.২ ডিগ্রি ছিল সর্বনিম্ন তাপমাত্রা।
দার্জিলিঙে আগামী কয়েক দিন তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি হতে পারে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত। এ ছাড়া, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে রবিবার এবং সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং মালদহেও। হাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। তার পরের কিছু দিন তাপমাত্রার হেরফের হবে না। রবিবার দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৫ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডার নিরিখে দার্জিলিঙের পরেই রয়েছে পুরুলিয়া।