Lok Sabha Election 2019

বিজেপিকে সাহায্য করছে কারা, তরজায় পার্থ-সূর্য

কলকাতা প্রেস ক্লাবে শনিবার ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় পরস্পরের দিকে আঙুল তুলেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৯ ০০:৫৫
Share:

শনিবার প্রেস ক্লাবে পার্থ চট্টোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

রাজ্যে বিজেপির হাত শক্ত করছে কারা, এক ঘণ্টার ব্যবধানে একই জায়গায় সেই প্রশ্নে তরজা বাধল সিপিএম ও তৃণমূলের দুই শীর্ষ নেতার। সিপিএমের অভিযোগ, বাংলায় তৃণমূল ও বিজেপি নিজেদের মধ্যে ভোট এবং আসন ভাগাভাগির অঙ্ক কষে চলছে। আবার তৃণমূলের পাল্টা অভিযোগ, দলের কার্যালয় তুলে দিয়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে সিপিএম!

Advertisement

কলকাতা প্রেস ক্লাবে শনিবার ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় পরস্পরের দিকে আঙুল তুলেছেন। পার্থবাবুর বক্তব্য, ‘‘তৃণমূলের বিরোধিতায় সিপিএম দেউলিয়া রাজনীতির পথ নিয়েছে।’’ আবার সূর্যবাবুর দাবি, ‘‘উত্তরবঙ্গে বিজেপিকে জায়গা ছেড়েছে তৃণমূল। আর দক্ষিণবঙ্গে বিজেপি তৃণমূলকে।’’

ত্রিপুরার দৃষ্টান্ত দিয়ে কটাক্ষের সুরেই তিনি বলেন, ‘‘ভোটের পরে হয়তো গোটা তৃণমূলটাই বিজেপিতে চলে যাবে!’’ পরে প্রেস ক্লাবেই তাঁর ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে পার্থবাবু দাবি করেন, ‘‘জেলায় ঘুরে দেখছি, সিপিএম নেতারা বিজেপির সঙ্গে ঢলাঢলি করছেন। ভোটের পরে সূর্যবাবু বিজেপিতে চলে যাবেন না তো?’’ সিপিএমের মাঝের ও নীচের তলার নেতা-কর্মীরা বিজেপির দিকে যাচ্ছেন বলেও অভিযোগ করেন পার্থবাবু।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement