Lok Sabha Election 2019

অসুস্থ ভোটকর্মী, তোলপাড় রানাঘাটে

প্রশাসনিক সূত্রের খবর, রবিবার সকাল আটটা নাগাদ কলেজের মধ্যেই অসুস্থ অবস্থায় সুদর্শনকে পড়ে থাকতে দেখেন অন্য ভোটকর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রানাঘাট ও কল্যাণী শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৯ ০২:০১
Share:

প্রতীকী ছবি।

ভোটযন্ত্র বিলি কেন্দ্রে এক ভোটকর্মীর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় রবিবার তোলপাড় শুরু হয়। রানাঘাট কলেজের ওই কেন্দ্রে ডিউটিতে ছিলেন সুদর্শন বাসফোর। তিনি কল্যানীর আইটিআই-এর চতুর্থ শ্রেণির কর্মী। শৌচালয় সাফ করার রাসায়নিক তিনি খেয়ে ফেলেন বলে ঘটনাস্থলে উপস্থিত অনেকে পুলিশকে জানিয়েছেন। অসুস্থ অবস্থায় খোদ মহকুমা শাসকের গাড়িতে তাঁকে কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। তবে এই ঘটনায় কোথাও কোনও অভিযোগ দায়ের হয়নি। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল।

Advertisement

প্রশাসনিক সূত্রের খবর, রবিবার সকাল আটটা নাগাদ কলেজের মধ্যেই অসুস্থ অবস্থায় সুদর্শনকে পড়ে থাকতে দেখেন অন্য ভোটকর্মীরা। তাঁর পাশেই শৌচালয় সাফ করার রাসায়নিকের বোতল ছিল বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। সেই সময়ে কলেজেই ছিলেন রানাঘাট লোকসভার রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলাশাসক (ভূমি সংস্কার) নারায়ন বিশ্বাস, রানাঘাটের মহকুমা শাসক মনীশ বর্মা-সহ একাধিক পদস্থ কর্তা। সুদর্শনকে দ্রুত হাসপাতালে পাঠান তাঁরা।

কল্যাণী হাউজিং-এর বাসিন্দা সুদর্শনের দুই ছেলে। স্ত্রী লিলি বাসফোর বলেন, “পারিবারিক কোনও ঝামেলা ছিল না। এ দিন ভোর ছ’টা নাগাদ আমি ওঁকে কল্যাণী স্টেশনে পৌঁছে দিয়ে আসি।” লিলিদেবীর দাবি, ‘‘আমার স্বামীর মোবাইলও ফেরত পাইনি প্রশাসনের থেকে।’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement