ছবি: পিটিআই।
ঘূর্ণিঝড় ‘ফণী’র জেরে দুর্যোগের আশঙ্কায় এক দিন পিছিয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরবর্তী প্রচার-সূচি।
আগামী ৫ মে তমলুক ও ঝাড়গ্রামে নির্বাচনী সভা করতে আসার কথা ছিল মোদীর। কিন্তু বিজেপি সূত্রে বুধবার জানানো হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় ওই দিন বাংলায় আসছেন না প্রধানমন্ত্রী। পরিবর্তে তাঁর সভার কর্মসূচি ঠিক হয়েছে পরের দিন, ৬ মে। সেই দিনই রাজ্যের ৭টি লোকসভা আসনে ভোট। মোদী ওই দিন পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামে সভা করলে এই নিয়ে পরপর তিন দফায় রাজ্যের একাংশে ভোট চলাকালীন অন্য অংশে প্রচারে থাকবেন প্রধানমন্ত্রী। এর আগে ২৩ ও ২৯ এপ্রিল বাংলায় ভোটের দিনই সভা করে গিয়েছেন তিনি।
রাজনৈতিক শিবিরের অনেকেরই মতে, নির্বাচনী বিধির ফাঁক গলে এই ভাবে সভা করলে তার সরাসরি সম্প্রচারের সুযোগ নিয়ে ‘সুকৌশলে’ ভোটারদেরও ‘প্রভাবিত’ করা যায়। তবে এতে নির্বাচনী বিধিভঙ্গের প্রশ্ন নেই বলে আইনত আপত্তি করার সুযোগ নেই।