ছবি: এএফপি।
কলকাতায় নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশ সরাসরি সম্প্রচার করল দূরদর্শন।
বিজেপি নেতা মোদীর নির্বাচনী সভা কেন সরকারি টিভি চ্যানেলে সরাসরি দেখানো হল, তা নিয়ে প্রশ্ন তুলল সিপিএম এবং আপ। তাঁদের অভিযোগ, প্রধানমন্ত্রী পদে থাকার সুবাদে নির্বাচনী সমাবেশ প্রচারের ক্ষেত্রে বাড়তি সুবিধা পেয়েছেন মোদী। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি টুইট করে প্রশ্ন তুলেছেন, ‘‘সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ এবং নির্বাচন কমিশনের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশ্বাসের কী হল? যাঁর নির্বাচনী সমাবেশ সরকারি টিভিতে দেখানো হচ্ছে, তিনি নিজে বারাণসী কেন্দ্রের প্রার্থী। তা হলে কি এ বার থেকে সর্বভারতীয় সব দল ও নেতাদের নির্বাচনী সভাও সরাসরি দেখানো হবে?’’ আপ নেতা নগেন্দ্র শর্মাও প্রশ্ন তুলেছেন, ‘‘সরকারি প্রচারমাধ্যম করদাতাদের টাকায় চলে।জনগণের অর্থে শুধু একটা দলের নির্বাচনী সমাবেশ সরাসরি দেখানো হবে কেন?’’
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯