রায়গঞ্জে কি চতুর্মুখী যুদ্ধ?

রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কংগ্রেসের সঙ্গে বামেদের আসন সমঝোতা হচ্ছে না বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রায়গঞ্জ শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৯ ০৭:৪৯
Share:

পথে: রায়গঞ্জের রাস্তায় বামফ্রন্টের মিছিলে মায়ের সঙ্গে খুদে। ছবি: সন্দীপ পাল

রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কংগ্রেসের সঙ্গে বামেদের আসন সমঝোতা হচ্ছে না বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। কেননা ইতিমধ্যেই সিপিএমের তরফে মহম্মদ সেলিমকে এই আসনে প্রার্থী ঘোষণা প্রচার শুরু করেছে বামেরা। রবিবার রায়গঞ্জে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মাঠে জনসভা হয়। অন্য দিকে কংগ্রেসের পক্ষে এই লোকসভা কেন্দ্রে দীপা দাশমুন্সিকে প্রার্থী করতে খোদ রাহুল গাঁধী সবুজ সঙ্কেত দিয়েছেন বলে এ দিন সন্ধ্যায় দাবি করেন দলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত।

Advertisement

এ দিন সেলিমের প্রচার সভায় যোগ দিয়ে সিপিএম পলিটব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র বলেন, ‘‘কংগ্রেস কখনও আমাদের জোট সঙ্গী ছিল না। হবেও না। বামেরা চেয়েছিলেন গত নির্বাচনে কংগ্রেসের জেতা চারটি আসন এবং বামেদের জেতা দু’টো আসনে প্রতিদ্বন্দ্বিতা এড়ানো গেলে মঙ্গল। তা না হলে বোঝাপড়ার কোনও ভিত্তি থাকে না। তবে তাই বলে এই পরিস্থিতিতে দীর্ঘ দিন অপেক্ষা করা যায় না।’’

এ দিন সেলিমের সমর্থনে রায়গঞ্জ শহরে জনসভা করেন বামেরা। সূর্যকান্ত ছাড়া উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের নরেন চট্টোপাধ্যায়, আরএসপি নেতা বিশ্বনাথ চৌধুরী, সিপিআইয়ের শ্রীকুমার মুখোপাধ্যায়। সভার শুরুতে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে বিরাট মিছিল হয়। শহরের অন্য অংশ থেকেও একাধিক ছোট মিছিল জনসভাতে আসে।

Advertisement

কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি বলেন, ‘‘সূর্যকান্তবাবু যা বলছেন সে সব পুরনো চ্যাপ্টার। রায়গঞ্জ কেন্দ্র থেকে কংগ্রসের প্রার্থী হচ্ছেন দীপা দাশমুন্সি। রাহুল গাঁধী এদিন সবুজ সঙ্কেত দিয়েছেন। সোমবারই সেই মতো ঘোষণাও হয়ে যাবে।’’ সূর্যকান্ত এ দিন জানান, মালদহের দুটি, জঙ্গিপুর এবং বহরমপুর কংগ্রেসের জেতা এই চারটে আসন এবং বামেদের রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ জেতা আসন দুটো নিয়ে লড়াই যাতে না হয় সেটাই চেয়েছিলেন বামেরা। তাঁর কথায়, গত বিধানসভায় কংগ্রেসের সঙ্গে তাদের আসন সমঝোতা হয়েছিল। তাও সব জায়গায় হয়নি। আবার যে সব ক্ষেত্রে হয়েছিল সেগুলোর সমস্ত ক্ষেত্রে মান্যতা পায়নি। তা সত্ত্বেও বিজেপি এবং তৃণমূল বিরোধী ভোটকে একত্রিত করতে সকলে সচেষ্ট হোক বলে দাবি তোলা হয়। এ দিন জনসভায় বিজেপি এবং তৃণমূলকে একই টাকার দুই পিঠ বলে তোপ দাগেন বাম নেতারা। দুই পক্ষ তলে তলে সমঝোতা করে চলেছে বলেও দাবি করেন।

বিজেপি এবং তৃণমূল অবশ্য ওই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। বিজেপি’র উত্তর দিনাজপুর জেলা সভাপতি নির্মল দাম বলেন, ‘‘বাম, কংগ্রেস কী করছে তা নিয়ে তাদের মাথায় ব্যথা নেই। রায়গঞ্জ আসন জিততে আমরা আশাবাদী।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement