চুমুক: পূর্ব মেদিনীপুরের তমলুকের কুমোরগঞ্জে নির্বাচনী সভায় মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: কৌশিক সাঁতরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রার্থী পদের মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় হলফনামায় তাঁর স্ত্রীর সম্পত্তি, পেশা, আয় ও বিনিয়োগ বিষয়ে কিছু জানাতে পারেননি। সে কথা উল্লেখ করে রবিবার তমলুকের সভায় কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘‘আপনি কে ভাই মোদী? কোথা থেকে এসেছেন? নিজের বউয়ের পরিচয় দিতে লজ্জা পান। মানুষের ভাল করবেন কী করে? মনোনয়ন জমা দিতে গিয়ে বউয়ের সম্পত্তির হিসেব দিতে পারেননি। লিখেছেন, জানা নেই। এত ইগো কীসের? এত ইগো নিয়ে প্রধানমন্ত্রী হওয়া যায় না।’’
এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অবশ্য পাল্টা চ্যালেঞ্জ করেছেন মুখ্যমন্ত্রীকে। তাঁর বক্তব্য, ‘‘আমরা মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করতে চাই না। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও নানা কথা শোনা যায়। সে সব নিয়ে প্রশ্ন তুলব? এ সব কুরুচিকর বিষয়ে যত কম কথা বলা যায় ততই ভাল। যাঁদের নীতি-আদর্শ নেই, তাঁরা এ সব কথা বলেন।’’
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
এ দিন পূর্ব মেদিনীপুরে দু’টি সভা করেন মমতা। প্রথমে হেঁড়িয়ায়, পরে তমলুকে। দু’টি সভা থেকেই মোদীকে একাধিক বিষয়ে আক্রমণ করেন। এ দিনও তিনি বলেন, প্রধানমন্ত্রী ‘নাটক’ করছেন। আগে সেজেছিলেন চাওয়ালা। এখন সেজেছেন চৌকিদার। এ প্রসঙ্গে বলতে গিয়েই মোদীর স্ত্রী যশোদাবেনের কথা উল্লেখ করেন তৃণমূল নেত্রী।