Lok Sabha Election 2019

ভোটে জিততে টাকা বিলোচ্ছে বিজেপি, জনসভায় দাবি মমতার

পান্ডুয়ার পাশাপাশি এ দিন হাওড়ার আমতাতেও জনসভা করেন মমতা। সেখান থেকেও কেন্দ্রের বিজেপি সরকারকেই নিশানা করেন মমতা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৯ ১৫:৩৪
Share:

বিজেপি দাঙ্গাবাজের দল। জনসভা থেকে ফের মোদী সরকারকে নিশানা মমতার।— ফাইল চিত্র।

টাকা বিলিয়ে ভোটে জিততে চাইছে বিজেপি। হুগলি জেলার পান্ডুয়ায় ভোট প্রচারে গিয়ে এমনই অভিযোগ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে মমতার দাওয়াই, কাউকে টাকা বিলি করতে দেখলে সঙ্গে সঙ্গে তাঁর ছবি তুলে রাখুন। আগামী ৬ মে হুগলিতে ভোট। তার আগে শনিবার পান্ডুয়ায় দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করেন মমতা। পান্ডুয়ার পাশাপাশি এ দিন হাওড়ার আমতাতেও জনসভা করেন মমতা। সেখান থেকেও কেন্দ্রের বিজেপি সরকারকেই নিশানা করেন মমতা।

Advertisement

এ দিন পান্ডুয়ায় নির্বাচনী প্রচারে গিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানার পাশাপাশি বাংলায় তৃণমূল সরকারের কাজের খতিয়ানও তুলে ধরেন মমতা। নির্বাচনী জনসভা থেকে তৃণমূল নেত্রী বিজেপির পাশাপাশি সিপিএমকেও আক্রমণ করেন। মমতার দাবি, এক সময় যাঁরা সিপিএম করতেন, এখন তাঁরাই বিজেপিতে যোগ দিয়েছেন।

টাকা বিলোনোর অভিযোগের পাশাপাশি, এ দিনের জনসভা থেকে ফের এক বার নরেন্দ্র মোদীকে ‘রসগোল্লা’ খোঁচা দিতেও ছাড়লেন না মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার দাবি, বাংলায় একটিও আসন পাবে না বিজেপি। তৃণমূল নেত্রীর কথায়, ‘‘বিজেপির জন্য মাটির রসগোল্লা তৈরি হচ্ছে। তাতে কাঁকর মেশানো থাকবে।’’

Advertisement

এ দিন নরেন্দ্র মোদী তথা বিজেপি সরকারকে আক্রমণ করে মমতা বলেন, দেশের পক্ষে সব থেকে বিপজ্জনক দল বিজেপি। মমতার দাবি, ‘‘বাংলার পাশাপাশি তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশে বিজেপি কোনও আসন পাবে না। দিল্লিতে সরকার গড়া তাদের পক্ষে অসম্ভব।’’ বিজেপিকে ভুঁইফোড়, অত্যাচারী, দানবিক সরকার বলেও কটাক্ষ করেন তৃণমূল নেত্রী।

আরও পড়ুন: বাংলায় দাঙ্গা নেই, তাই ঈর্ষা বিজেপির: মমতা

আরও পড়ুন: ডায়মন্ড হারবারে বামেদের মিছিলে হামলা, অভিযুক্ত তৃণমূল, অশান্তি বীরভূমেও​

এ দিনের জনসভা থেকে ফের এক বার নোটবন্দি প্রসঙ্গে মোদীকে আক্রমণ করেন তৃণমূল নেত্রী। মমতা বলেন, ‘‘নোটবন্দির জন্য একশোর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ব্যাঙ্কের টাকা কার ঘরে ঢুকছে কেউ জানেন না।’’ দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গেও বিজেপি সরকারকে নিশানা করেন মমতা। তাঁর দাবি, ‘‘মোদীর আমলে গ্যাস, পেট্রল-ডিজেলের দাম বেড়েছে। গোটা দেশে ১২ হাজার কৃষক আত্মহত্যা করেছেন।’’ তৃণমূল নেত্রীর অভিযোগ, গত পাঁচ বছরে দেশের মানুষের জন্য কোনও কাজ করেনি বিজেপি। মোদীর আমলে দেশে বেকারত্ব সব থেকে বেড়েছে বলেও দাবি করেছেন মমতা।

(মালদহ, দুই দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং সহ উত্তরবঙ্গের খবর, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা খবর পড়ুন আমাদের রাজ্য বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement