সওয়া ছ’কোটির গয়না আটক

ভোট ঘোষণার পর থেকে ন’‌কোটি ৭৪ লক্ষ ৫০ হাজার টাকার গয়না বাজেয়াপ্ত হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৯ ০২:৩৪
Share:

প্রতীকী ছবি।

নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে ১৭ দিন আগে। এই সময়ে নগদ ১০ কোটি ৩৫ লক্ষ ৮৪ হাজার টাকা বাজেয়াপ্ত হয়েছে বলে জানাল মুখ্য নির্বাচনী অফিসার (সিইও)-এর দফতর। বুধবার ছ’‌কোটি ২৩ লক্ষ ৮৮ হাজার ৫০৬ টাকার গয়না বাজেয়াপ্ত করেছে আয়কর দফতর। ভোট ঘোষণার পর থেকে ন’‌কোটি ৭৪ লক্ষ ৫০ হাজার টাকার গয়না বাজেয়াপ্ত হয়েছে। বড় সাফল্য মিলেছে সোম-মঙ্গলবারেও। বরদান মার্কেটে দু’জনের কাছ থেকে সাড়ে পাঁচ কোটি টাকার গয়না আটক করা হয়। নগদ, গয়না মিলিয়ে রাজ্যে ২০ কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে।

Advertisement

রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের খরচে নজরদারির জন্য ৪৪ জন পর্যবেক্ষক (এক্সপেনডিচার অবজার্ভার) আসছেন। পাঁচ কেন্দ্রের জন্য তিন জন পুলিশ-পর্যবেক্ষক দু’-এক দিনের মধ্যে আসছেন রাজ্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement