বুথে ঢুকে ‘বচসা’, অভিযুক্ত বাবুল

বাবুলের দাবি, সকাল সওয়া ৯টা নাগাদ তিনি ফোনে খবর পান, বারাবনির কাঁসিডাঙার ১৯৯ নম্বর বুথে ‘ছাপ্পা ভোট’ দিচ্ছে তৃণমূল।

Advertisement

সুশান্ত বণিক ও নীলোৎপল রায়চৌধুরী

বারাবনি ও জামুড়িয়া শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৯ ০১:৫৫
Share:

প্রিসাইডিং অফিসারকে ধমক বাবুল সুপ্রিয়ের। সোমবার বারাবনির কাঁসিডাঙায়। ছবি: পাপন চৌধুরী

ভোটের দিন নির্বাচনী বিধি ভঙ্গে অভিযুক্ত আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। সোমবারেই তাঁর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সে অভিযোগ দায়ের হয়েছে পশ্চিম বর্ধমানের বারাবনি থানায়। বারাবনিরই একটি বুথে এ দিন ঢুকে বাবুল প্রিসাইডিং অফিসারের সঙ্গে বচসায় জড়ান বলে অভিযোগ। সে প্রসঙ্গে বাবুলের বক্তব্য, ‘‘দলের ছেলেদের তৃণমূল মারবে, আর আমি বসে থাকব, তা হয় না।’’ বিদায়ী সাংসদের পাল্টা অভিযোগ, তাঁর গাড়ি ভাঙচুর করেছে তৃণমূল। নির্বাচন কমিশন সূত্রের খবর, গাড়ি ভাঙচুরের ব্যাপারেও অভিযোগ হয়েছে। তবে অভিযোগ মানেনি শাসক দল।

Advertisement

বাবুলের দাবি, সকাল সওয়া ৯টা নাগাদ তিনি ফোনে খবর পান, বারাবনির কাঁসিডাঙার ১৯৯ নম্বর বুথে ‘ছাপ্পা ভোট’ দিচ্ছে তৃণমূল। মিনিট পনেরোর মধ্যে প্রায় কুড়িটি গাড়ির ‘কনভয়’ নিয়ে বাবুল সেখানে পৌঁছন। বুথের বাইরে থাকা কয়েকজন তাঁকে দেখেই অভিযোগ করেন, ‘‘তৃণমূল নেতা, কর্মীরা জোর করে ওদের চিহ্নে ভোট দেওয়াচ্ছে, না হয় ভোট দিতে দিচ্ছে না।’’ ‘ভোট দেবে, চলো’, বলে কয়েকজনকে সঙ্গে নিয়ে বাবুল ঢোকেন বুথে। অত জনকে বুথের ভিতরে দেখে প্রতিবাদ করেন প্রিসাইডিং অফিসার শৈলেশ সিংহ। বাবুল বলেন, ‘‘এতক্ষণ কোথায় ছিলেন? ছাপ্পা চলছে।’’ শৈলেশবাবুর দাবি, ‘‘শৌচাগারে ছিলাম।’’ কথা কাটাকাটি হয়। ঘটনায় বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনের নির্দেশে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ করা হয়। অতিরিক্ত জেলাশাসক (নির্বাচন) অরিন্দম রায় বলেন, ‘‘বারাবনি থানায় অভিযোগ হয়েছে।’’ বাবুলের প্রতিক্রিয়া, ‘‘তাতে কিছু আসে-যায় না।’’

ওই বুথেই তৃণমূলের নির্বাচনী এজেন্ট বাবুলের ‘ব্যবহার’ নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর সঙ্গেও ‘বচসা’য় জড়ান বাবুল। বিজেপি প্রার্থীর অভিযোগ, বুথ থেকে বেরিয়ে গাড়িতে উঠতে তাঁর ‘কনভয়’ ঘিরে ধরে ‘তৃণমূলের’ কয়েকশো লোক। বাবুলের নিরাপত্তারক্ষীরা জটলা সরাতে লাঠি চালান। এর পরেই বাবুলের গাড়ির পিছনের কাচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

ভাঙচুর হওয়া বাবুলের গাড়ি। ছবি: পাপন চৌধুরী

পরে বাবুল পৌঁছন জামুড়িয়ার খোট্টাডিহি শ্যামা স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে চারটি বুথে বিজেপির ‘এজেন্ট’দের বসতে দেওয়া হয়নি, এই অভিযোগ তুলে বাবুল দাবি করেন, ‘‘ভোট বন্ধ করতে হবে।’’ যদিও লাইনে দাঁড়ানো কয়েকজন বলেন, ‘‘এখন ভোট না হলে পঞ্চায়েতের মতো হয়তো ভোট দিতে পারব না।’’ বিজেপির অভিযোগ, তার পরেই এলাকায় তৃণমূল নেতা বলে পরিচিত দু’জনের নেতৃত্বে কয়েক জন বাবুল ও তাঁর সঙ্গীদের দিকে তেড়ে যান। বাবুল গাড়িতে চেপে বেরোতে গেলে, গাড়ির পিছনের ভাঙা কাচে ফের ঢিল ছোড়া হয়। পরে বাবুল দাবি করেন, ‘‘পাণ্ডবেশ্বর ও বারাবনির বিস্তীর্ণ এলাকায় ছাপ্পা ভোট দিয়েছে তৃণমূল। দুই এলাকাতেই ফের নির্বাচনের দাবি জানাব।’’ যদিও গাড়ি ভাঙচুর ও ছাপ্পা ভোটের অভিযোগ অস্বীকার করে তৃণমূলের জেলা সভাপতি ভি শিবদাসন বলেন, ‘‘হার নিশ্চিত বুঝে বিজেপি প্রার্থী মিথ্যা বলছেন।’’

বর্ধমান পূর্ব লোকসভার কালনাতেও বিজেপি প্রার্থী পরেশচন্দ্র দাসের গাড়ি ভাঙচুর করে, তাঁকে নিগ্রহে অভিযুক্ত তৃণমূল। অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি, বিজেপি প্রার্থী বহিরাগতদের নিয়ে বুথে ঢুকছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement