আধাসেনার কাজকর্ম নিয়ে তদন্ত কমিশনের

ফিরহাদ হাকিমের অভিযোগ, ভোটারদের ভয় দেখিয়ে প্রভাবিত করার চেষ্টা করছে বাহিনী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ মার্চ ২০১৯ ০৩:৪১
Share:

—ফাইল চিত্র।

ভোট এখনও বেশ খানিকটা দূরে। এর মধ্যেই কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে হাজির হওয়া কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ‘অতিসক্রিয়তা’র অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। জাতীয় নির্বাচন কমিশন সেই অভিযোগের তদন্ত শুরু করেছে বলে ওই সংস্থা সূত্রের খবর।

Advertisement

১৫ মার্চ, কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসতে শুরু করেছে। ইতিমধ্যেই ১০টি জেলার বিভিন্ন প্রান্তে টহলে নেমে পড়েছেন জওয়ানেরা। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের অভিযোগ, ভোটারদের ভয় দেখিয়ে প্রভাবিত করার চেষ্টা করছে বাহিনী। সেই উদ্দেশ্যেই বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলছে তারা। এই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে কমিশন। বাহিনীর বিরুদ্ধে ইতিমধ্যে মুখ খুলেছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলও।

কমিশন সূত্রের খবর, তৃণমূলের অভিযোগের বিষয়ে উত্তর কলকাতা জেলা নির্বাচনী অফিসারের কাছে রিপোর্ট তলব করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার (সিইও)-এর দফতর। বাহিনীর টহলদারির ভিডিয়ো ফুটেজও চাওয়া হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য, এই ধরনের ঘটনার তদন্ত করতে গেলে ফুটেজ অবশ্যই প্রয়োজন। বাহিনীর কাজকর্ম নিয়ে তৃণমূলের অভিযোগ সম্পর্কে অতিরিক্ত মুখ্য নির্বাচনী অফিসার সঞ্জয় বসু সোমবার জানিয়েছিলেন, মানুষের সঙ্গে কথা বলার ক্ষেত্রে কারও উপরে কোনও নিষেধাজ্ঞা নেই। কিন্তু বাহিনীর জওয়ানেরা কোথায় ঠিক কী বলেছেন, তা না-জেনে কিছু বলা যাবে না। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, জওয়ানেরা ঠিক কী বলেছেন, ভিডিয়ো ফুটেজে তা খতিয়ে দেখা হবে।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement