শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংখ্যাটা বলেছিলেন ৪০। তার পরে বিজেপি নেতারা সেটা নিয়ে গিয়েছেন একশোয়। তাঁদের দাবি, শতাধিক তৃণমূল বিধায়ক লোকসভা ভোটের ফল প্রকাশের পরই বিজেপিতে যোগ দেবেন। এক ধাপ এগিয়ে এ বার সেই তালিকায় একটি নামও জুড়ে দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
শুক্রবার ‘অধিকারী গড়’ পূর্ব মেদিনীপুরের ময়নায় প্রচারে এসে বিপ্লবের দাবি, ‘‘তৃণমূলের একশোর বেশি এমএলএ তৈরি হয়ে বসে আছে। ২৩ মে ফল প্রকাশের পরে দিদির পিছনে আর এমএলএ-রা থাকবে না। সব মোদীর পিছনে চলে যাবে। তখন দেখবেন আপনাদের শুভেন্দুবাবুও চলে যাবেন।’’
শুভেন্দু অবশ্য এই দাবি একেবারেই নস্যাৎ করে দিয়েছেন। বিপ্লবকে বিঁধে শুভেন্দু এ দিন বলেন, ‘‘ওঁদের তো বাতানুকূল জীবন। তাই রোদে প্রচারে এসে মাথা খারাপ হয়ে গিয়েছে। উন্মাদের মতো কথা বলছেন।’’ শুভেন্দুর কটাক্ষ, ‘‘২৩ মে-র পরে ওঁদের নিজেদের লুকোনোর জায়গা দেখতে হবে। বাকিদের কথা ভাবার সময়ই পাবেন না।’’
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
এ দিকে, ময়নায় বিজেপির সভাস্থলে বৃহষ্পতিবার রাতে তৃণমূলের লোকেরা জল ঢেলে দেয় বলে বিজেপি নেতৃত্ব অভিযোগ করেছেন। তবে ব্লক তৃণমূল সভাপতি সুব্রত মালাকারের বক্তব্য, ‘‘জনসমর্থন না পেয়ে মিথ্যা অভিযোগ করে প্রচার পাওয়ার চেষ্টা করছে বিজেপি।’’