প্রতীকী ছবি।
শিক্ষা ক্ষেত্রে সরকারি ব্যয়বৃদ্ধি এবং পরিকাঠামো উন্নয়নের দাবিতে এবং শিক্ষায় সাম্প্রদায়িক মতবাদের ‘অনুপ্রবেশে’র প্রতিবাদ জানিয়ে ছাত্র-ছাত্রীদের কাছে চিঠি পাঠাতে চলেছে চার বাম ছাত্র সংগঠন এসএফআই, এআইএসএফ, ছাত্র ব্লক এবং পিএসইউ।
লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার সময়ে ছাত্র-ছাত্রী ও তাঁদের পরিবার যাতে এই বিষয়গুলি মাথায় রাখে, চিঠিতে সেটাই মনে করিয়ে দিতে চান ছাত্র নেতৃত্ব। কর্মসংস্থানের করুণ হাল এবং সর্ব স্তরে দুর্নীতির কথা উল্লেখ করে বাড়ি বাড়ি পোস্টকার্ড পাঠানোর সিদ্ধান্ত আগেই নিয়েছে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। কেন্দ্রে বিজেপি এবং রাজ্যে তৃণমূল, দুই সরকারই শিক্ষাকে বাণিজ্যিক হাতে তুলে দিতে উদগ্রীব বলে অভিযোগ বাম ছাত্র সংগঠনগুলির।
এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য শুক্রবার জানান, তাঁদের নিহত সতীর্থ সুদীপ্ত গুপ্তের মৃত্যুদিনে আগামী ২ এপ্রিল কলেজ স্ট্রিটে ছাত্র সমাবেশ হবে এই দাবিদাওয়া নিয়েই। সমাবেশে প্রধান বক্তা বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। সাত বছর আগে বাম ছাত্রদের আইন অমান্য কর্মসূচিতে পুলিশের হাতে গ্রেফতার হয়ে প্রেসিডেন্সি জেলে যাওয়ার পথে মৃত্যু হয়েছিল সুদীপ্তের।