RG Kar Protest

রাত জাগছে কলকাতা ও শহরতলি, গানে-কবিতায়, পথনাটিকায় মুখর শহর, বিচারের দাবিতে ঘুমহীন

রবিবার রাতে আবার পথে নেমেছেন মহিলারা। আবার ‘রাতদখল’-এর ডাক দেওয়া হয়েছে। শ্যামবাজার থেকে যাদবপুর, সিঁথির মোড় থেকে সল্টলেক— জমায়েত হয়েছে সর্বত্র।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৪৬
Share:

শহরে রাতদখলের পথে মহিলারা। — নিজস্ব চিত্র।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৩৬ key status

এখনও জমায়েত চলছে

ঘড়ির কাঁটা ভোর ৪টে ছুঁইছুঁই। রাত পেরিয়ে ভোর হতে চলল। কলকাতা এবং শহরতলির বহু রাস্তায় এখনও জমায়েত রয়েছে। বিটি রোড অবরুদ্ধ। রাসবিহারী, শ্যামবাজার, টালিগঞ্জ, সিঁথির মোড়, যাদবপুর প্রতিবাদী স্লোগানে মুখর। 

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪ ০১:৫০ key status

সিঁথির মোড়ে জমায়েত

রাত দেড়টার পরেও অবস্থান চলছে সিঁথির মোড়ে। গোল হয়ে রাস্তার উপরেই বসে পড়েছেন প্রতিবাদীরা। 

সিঁথির মোড়ে রাতে অবস্থান বিক্ষোভ। —নিজস্ব চিত্র।

Advertisement
শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪ ০১:৩৪ key status

রিমঝিমদের কর্মসূচি শেষ

১৪ অগস্ট ‘মেয়েদের রাতদখল’ কর্মসূচির ডাক দিয়েছিলেন রিমঝিম সিংহ। তাঁরা রবিবারও কর্মসূচি পালন করেছেন যাদবপুরে। রাত ১টার পর সেই কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪ ০০:৫৭ key status

আরজি করে শ্রদ্ধাজ্ঞাপন

ফুল দিয়ে সাজিয়ে নির্যাতিতার উদ্দেশে শ্রদ্ধা জানাচ্ছে আরজি কর। সেখানে আন্দোলনরত চিকিৎসকেরা ফুল এবং আলো দিয়ে বিচারের দাবিতে স্লোগান সাজিয়েছেন। বাইরে মানববন্ধন করা হয়েছে।

Advertising
Advertising
শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪ ০০:৪৩ key status

যাদবপুরে সাত্যকি

যাদবপুরে শিল্পী সাত্যকি বন্দ্যোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪ ০০:৩৫ key status

রাস্তায় বসে প্রতিবাদ

জেলায় জেলায় রাতদখলের কর্মসূচি চলছে। 

রিষড়া চার বাতির মোড়ে জমায়েত। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪ ০০:২৯ key status

সাংস্কৃতিক অনুষ্ঠান যাদবপুরে

যাদবপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। সাত্যকি বন্দ্যোপাধ্যায় গান গাইছেন। এ ছাড়া, নাচ এবং পথনাটিকাও চলছে। মঞ্চ প্রস্তুত করা হয়েছে। চেয়ার পেতে বসে দেখছেন সাধারণ মানুষ।

৮বি বাসস্ট্যান্ডের কাছে সাংস্কৃতিক অনুষ্ঠান। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪ ০০:২০ key status

আলো জ্বেলে প্রতিবাদ

রাতদখলের অভিযানে শামিল অনেকে রাস্তায় বসে প্রতিবাদ জানাচ্ছেন। মোবাইলের আলো জ্বেলে চাইছেন বিচার।

সিঁথির মোড় এলাকায় মোবাইলের আলো জ্বেলে প্রতিবাদ। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪ ০০:১৭ key status

যাদবপুরে শিল্পীদের জমায়েত

টলিউডের কলাকুশলীরা যাদবপুরে জমায়েত করেছেন। চলছে গান-বাজনা এবং পথনাটিকা।

যাদবপুরে পথনাটিকায় ‘রাতদখলের’ আহ্বায়ক রিমঝিম সিংহ। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪ ০০:১৫ key status

শহরের অধিকাংশ রাস্তায় জমায়েত

রাত বৃদ্ধির সঙ্গে সঙ্গে শহরের রাস্তার দখল নিচ্ছেন প্রতিবাদীরা। অধিকাংশ রাস্তায় যান চলাচলের জায়গা নেই।

যাদবপুরে প্রতিবাদে শামিল চিত্রপরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪ ০০:১১ key status

যাদবপুরে প্ল্যাকার্ড

যাদবপুরে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ করছেন মানুষ। নানা ধরনের প্রতিবাদী স্লোগান লেখা আছে প্ল্যাকার্ডগুলিতে।

যাদবপুরে প্রতিবাদের স্বর। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪ ০০:০৮ key status

রাতদখলে মহিলারা

যাদবপুর ৮বি-তে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪ ০০:০৪ key status

যাদবপুরে জমায়েত

যাদবপুর ৮বি এলাকায় রাতদখলের জমায়েতে ভিড় চোখে পড়ার মতো। এই এলাকায় মূলত ছাত্রছাত্রী, প্রাক্তনী এবং সাধারণ মানুষ জড়ো হয়েছেন। 

যাদবপুর ৮বি এলাকায় রাতদখল। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৫৫ key status

বিমানবন্দর এলাকায় রাতদখল

কলকাতা বিমানবন্দর এলাকায় রাতদখলের জমায়েতে ভিড় করেছেন বহু মানুষ।

কলকাতা বিমানবন্দর এলাকায় জমায়েত। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৫১ key status

দিকে দিকে জমায়েত

রাতদখলের উদ্দেশে দিকে দিকে জমায়েত শুরু হয়েছে। রাত ১১টার পর থেকে শহরের বিভিন্ন রাস্তায় ভিড় বাড়তে শুরু করেছে।

বাবার পিঠে চেপে রাতদখলে খুদে। রবিবার সিঁথির মোড়ে। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৪৪ key status

আবার রাতদখল

১৪ অগস্টের পর আবার রাতদখলের ডাক দেওয়া হয়েছে। আরজি করের ঘটনার প্রতিবাদে রবিবার রাতে আবার পথে নামছেন মহিলারা।

রবিবার রাতে উত্তরপাড়ায় জমায়েত। ছবি: পিনাকপাণি ঘোষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement