বোলপুরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়। —নিজস্ব চিত্র
বোলপুরের সভা থেকে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিনিকেতনকে নিয়ে ঘৃণ্য রাজনীতি হচ্ছে বলে অভিযোগ তুলে মমতার তোপ, ‘‘এক ধরনের ঘৃণ্য রাজনীতির আমদানি হয়েছে। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ সবাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। উগ্র ধর্মীয় রাজনীতি করা হচ্ছে।’’
বহিরাগত ইস্যুতেও এ দিন ফের তোপ দেগেছেন মমতা। গ্রামবাসীদের সাবধান করে বলেন, বহিরাগত দেখলেই পুলিশে অভিযোগ দায়ের করুন। আর তার সঙ্গে আমদেরও জানিয়ে রাখুন। আমরাও ব্যবস্থা নেব।’’
বোলপুরের জামবুনির এই সভার আগে শহরে চার কিলোমিটার পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বেলা ১টা নাগাদ বোলপুরের লজের মোড় থেকে শুরু হয় পদযাত্রা। সেখান থেকে চৌরাস্তা মোড় হয়ে জামবুনিতে গিয়ে শেষ হবে রোড শো। জামবনিতে একটি ছোট মঞ্চ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সভা ঘিরে সকাল থেকেই বোলপুরের রাস্তায় জমায়েত শুরু করেন তৃণমূল কর্মীরা। বেলা বাড়তেই চোখে পড়েছে জনজোয়ার। আর রোড শো শুরু হতেই সেই জনজোয়ার যেন জনসমুদ্রের চেহারা নেয়। রাস্তার দু’ধারে ছিল প্রচুর মানুষের ভিড়। তাঁদের আটকাতে দড়ি দিয়ে ব্যারিকেড করে রেখেছিল পুলিশ। কিন্তু তার পরেও হিমশিম খেতে হয় কর্মরত পুলিশ অফিসারদের।
এই পথেই কয়েক দিন আগে রোড শো করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই রোড শো-তেও ব্যাপক জনসমাগম হয়েছিল। ফলে মঙ্গলবার মমতার রোড শো কার্যত তার জবাব। বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল আগেই বলেছেন, আড়াই লক্ষ মানুষের জমায়েত হবে মঙ্গলবার মমতার এই রোড শো-তে। অন্য দিকে বহিরাগত তরজাও জমে উঠেছে। অমিত শাহের সভার পর অনুব্রত দাবি করেছিলেন, বাইরে থেকে লোক এনে রোড শো-তে ভিড় বাড়ানো হয়েছে। আবার মমতার রোড শো-র আগে বিজেপি জেলা নেতৃত্বও দাবি করেছেন, সংলগ্ন বর্ধমান-সহ অন্যান্য জেলাগুলি থেকে লোক এনেছে তৃণমূল।
দেখুন ভিডিয়ো:
মমতার বক্তব্য:
• টাকা দিয়ে কয়েকটা এমএলএ কিনলেই তৃণমূলকে কেনা যায় না
• সবাই স্বাস্থ্যসাথীর কার্ড করবেন, পরিবার পিছু ৫ লক্ষ টাকা পাবেন
• বিনা পয়সায় স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী
• বহিরাগত দেখলেই পুলিশে অভিযোগ দায়ের করবেন
• লোকে চাল, ডাল আলু, পটল কিছুই পাবে না, এমন জায়গায় পৌঁছে দিচ্ছে বিজেপি
• কৃষকদের সব ফসল নিয়ে পালিয়ে যাবে
• কৃষকদের আন্দোলন আপনারা থামাতে পারছেন না
• কৃষকদের একটা আন্দোলন, কৃষকরা বসে আছে আন্দোলনে
• আপনারা সাবধান থাকবেন, ওরা কিন্তু বহিরাগত
• গ্রামে গ্রামে গিয়ে মিথ্যে প্রচার করছে, অপপ্রচার করছে
• এখানে এসে রবীন্দ্রনাথের গান, চিন্তাধারা মনে করলেই চিন্তাধার বড় হয়ে যায়
• আমাদের একটা সংস্কৃতি আছে, আমাদের একটা আদর্শ আছে
• যাঁরা বিশ্বভারতীকে অপমান করছে, তাঁরাই ওঁদের নেতা
• যাঁরা গাঁধীজিকে খুন করল, তাঁরা আজ ওঁদের নেতা
• কিন্তু গ্রামের লোকেরা বলছেন, আমাদের জন্য তো দিদি সব করে দিয়েছেন, আপনাকে তো ভোট দেব না
• পাড়ায় পাড়ায় চলে যাচ্ছে আর বলছে, উন্নয়ন তো হয়নি, মমতা তো কিছু করেনি
• আপনার গ্রামে দু’জন লোক এসেছে, যাঁরা একটু একটু বাংলা জানে
• টাকা দিলে নিয়ে নিন, বিজেপিকে ভুলিয়ে দিন
• নির্বাচন আসবে, টাকা দিতে শুরু করবে
• আদিবাসীদের ঘরে খাচ্ছে বলে দেখাচ্ছে, কিন্তু খাচ্ছেন ফাইভ স্টারের খাবার
• বিশ্বভারতীকে ঘিরে ঘৃণ্য রাজনীতির আমদানি করা হয়েছে
• আমার ভাল লাগে না, যখন দেখি বিশ্বভারতীকে ঘিরে একটা ধর্মান্ধ রাজনীতি চলছে
• বিশ্বভারতী, শান্তিনিকেতনের অপমান হচ্ছে
• আসতে আসতে দেখছিলাম মহাত্মা গাঁধীর মূর্তি, তার পরেই রবীন্দ্রনাথের মূর্তি
• প্রতিবাদের ভাষাকে জোরালো করার জন্য বোলপুরের রাঙামাটির পথে আসা
• আজ সেই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করব আজ
• আমাদের সহকর্মীরা বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচি করেছেন গ্রামে গ্রামে
• শান্তিনিকেতনবাসী ও বোলপুরবাসীকে প্রণাম জানাচ্ছি
• বীরভূম জেলা ও রাজ্যবাসীকে প্রণাম জানাই
লাইভ আপডেট:
• জামবুনির সভায় পৌঁছে গেলেন মমতা বন্দ্য়োপাধ্যায়
• আর কিছুক্ষণের মধ্যেই জামবুনি মোড়ে পৌঁছে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়
• রাস্তার দু’পাশে প্রচুর মানুষের ভিড়, চলছে শঙ্খধ্বনি, উলুধ্বনি
• এ ছাড়া রাস্তার ধারের বাড়িগুলির ছাদেও প্রচুর মানুষের ভিড়
• তবু ভিড় সামলাতে হিমশিম পুলিশকর্মীরা
• রাস্তার দু’ধারে প্রচুর মানুষের ভিড়, সেই ভিড় আটকাতে দড়ি দিয়ে আটকানো হয়েছে
• বাইরে থেকে কোনও লোক আনেননি বলে দাবি অনুব্রতর
• বলেছিলাম আড়াই লক্ষ লোক হবে। সেটা ছাড়িয়ে ৩ লক্ষ হয়ে গিয়েছে, দাবি তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের
মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় জনজোয়ার। —নিজস্ব চিত্র
• লজ মোড় থেকে জামবুনি পর্যন্ত ৪ কিলোমিটার পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়
• পদযাত্রায় প্রচুর মানুষের সমাগম
• মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি
• রাস্তার দু’পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটআউট
• রয়েছেন বাউল ও লোকশিল্পীরা
• রোড শোয়ে রয়েছে দু’টি ট্যাবলো
• একতারা হাতে হাঁটছেন মুখ্যমন্ত্রী
• লজ মোড় থেকে শুরু হল মমতার পদযাত্রা