Mamata Banerjee

ওঁরা বহিরাগত, চম্বলের ডাকাত! কোচবিহারে বিজেপিকে তোপ মমতার

বিজেপির চাকরির প্রতিশ্রুতিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, পুরো ভাঁওতাবাজি। এনআরসি-এনপিআর ইস্যুতেও বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০ ১১:০০
Share:

কোচবিহারের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ফেসবুক থেকে নেওয়া

কোচবিহারের সভা থেকেও বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পদ্ম শিবিরের নেতা-নেত্রীরা ‘বহিরাগত, চম্বলের গুন্ডা’ বলে মন্তব্য করেন তৃণমূল নেত্রী। বিজেপির চাকরির প্রতিশ্রুতিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, পুরো ভাঁওতাবাজি। এই প্রসঙ্গে ২০১৪ সালের লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদীর চাকরি ও ১৫ লাখের প্রতিশ্রুতির প্রসঙ্গও টেনে এনেছেন মমতা। তোপ দেগেছেন এনআরসি-এনপিআর ইস্যুতেও।

Advertisement

কোচবিহারে দলের নেতাদের গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে একজোট হয়ে কাজ করার নির্দেশও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘জেলার নেতারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। মনে রাখবেন, ঐক্যই আমাদের জেতাতে পারে।’’ বিজেপির বিরুদ্ধে মেরুকরণের অভিযোগ তুলে মমতা বলেন, ‘‘আমরা ভোটের জন্য ভাগাভাগি করি না। আমরা সবাইকে ভালবাসি।’’

মমতার বক্তব্য:

Advertisement

• কোচবিহারের নেতাদের বলছি, কোনও ভেদাভেদ নয়, ঐক্য রাখতে হবে, মনে রাখবেন, ঐক্যই আমাদের জেতাবে

• কৃষক আইন পাশ করেছে, আপনার চাল-ডাল সব নিয়ে চলে যাবে

• আপনাদের কাছে হাতা, খুন্তি যা আছে, তাই দিয়েই পাল্টা ভয় দেখাবেন

• ওই বিজেপির বহিরাগত গুন্ডারা আপনাদের ভয় দেখাতে আসবে

• আপনারা বলুন তো, আপনারা যাঁরা ৬০-৬৫ বছরের উপরে বয়সী আছেন, তাঁরা কি বাবা-মায়ের জন্মদিন বলতে পারবেন?

• আমার মায়ের জন্মদিন কবে, আমি কি জানি?

• আমি এনপিআর করতে দিইনি, দেব-ও না

• এখন টাকা দিচ্ছে, পরে এনআরসি করে নামটাই কেটে দেবে

• বাড়ি বাড়ি গিয়ে বলছে, টাকা দিচ্ছি, একদম নেবেন না

• কোচবিহারকে হেরিটেজ করা হবে, ৩০০ কোটি টাকার কাছাকাছি পরিকল্পনা করা হয়েছে

• এখানে এয়ারপোর্ট করে দিলাম, এখনও প্লেন চলছে না কেন?

• এই তো কেন্দ্রে আছে, কটা চাকরি দিয়েছে?

• এখন আবার প্রতিশ্রুতি দিচ্ছে, প্রতিশ্রুতি মানেই জানবেন ভাঁওতাবাজি

• ২ কোটি মানুষের চাকরি দেব বলেছিল? কোথায় গেল?

• এখন আবার ফর্ম বিলি করছে, লোকসভা ভোটের আগে কী বলেছিল? সব মানুষকে ১৫ লক্ষ টাকা দেব, কোথায় গেল?

• সামান্য লজ্জা পর্যন্ত নেই

• আমার রাজ্য সভাপতিকে ফোন করে দিচ্ছে?

• কোথায় গিয়েছে বুঝুন বিজেপি, সুব্রত বক্সিকে ফোন করে বলছে, আপনার সঙ্গে একটু বসব

• হিন্দু ধর্ম শেখাচ্ছে? আমি রামকৃষ্ণ, বিবেকানন্দর হিন্দুত্বে বিশ্বাস করি

• পাড়ায় পাড়ায় আরএসএস ঢুকিয়ে দিয়েছে

• কিন্তু বিধানসভায় আমি আপনাদের ভোটটা চাই

• লোকসভা ভোটে আমাদের হয়তো ভোট দেননি, তাতে আমার কোনও অভিমান নেই

• তাতে ভয় পেয়ে যায় অনেকে, কিন্তু আমি বিজেপিকে ভয় পাই না

• বিজেপি বলে, কোথায় থাকবে? ঘরে না জেলে?

• কেউ কেউ ভাবে, যদি টিকিট না পাই, তাই সরে যাই

• এক বারও বলে না, খাবার দাও, বাসস্থান দাও

• সকাল বেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ল, আর বলছে মেরে দাও, গুঁড়িয়ে দাও

• ওঁদের কথা বলতে লজ্জা করে

• আর কথায় কথায় ভয় দেখাবে

• খাবার দেব আমরা, আমপানে ক্ষতিপূরণ দেব আমরা, কৈফিয়ত চাইবে ওরা

• কী দিয়েছ? তোমার বিজেপি সরকার কেন্দ্র ক্ষমতায় আছে, কী দিয়েছ?

• বীরসা মুন্ডা বলে আরেকজনের গলায় মালা দিয়ে এল, বুঝুন

• কখনও পুলিশকে ভয় দেখাচ্ছে, কখনও তৃণমূলকে ভয় দেখাচ্ছে

• ওরা সব বহিরাগত চম্বলের ডাকাত

• ওদের নেতারা এসে বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে জন্মগ্রহণ করেছিলেন

• ক্ষমতা থাকলে গায়ে হাত দিয়ে দেখ

• আপনারাই ৩৪ বছর লড়াই করেছেন

• তৃণমূল কংগ্রেস কর্মীরা যাঁরা নীচুতলার কর্মীদের দায়িত্ব নিতে হবে

• তৃণমূল সরকার কুকথা, অসত্য কথা বলে কখনও ভোট নেয় না

• এ বার আপনাদের কাছে আমার কিছু চাইবার আছে

• আমরা সব করে দিয়েছি

• মদনমোহন মন্দিরের ট্রাস্টের প্রধান জেলাশাসক, এখানেও আমরা অনেক কাজ করেছি

• শিবশক্তি যজ্ঞ মন্দিরেও এক কোটি টাকা দিয়েছি

• জল্পেশ মন্দিরের জন্য় আমি ৫ কোটি টাকা দিয়েছি

• আমার আশার মেয়েরা, আইসিডিএস মেয়েরা অনেক কাজ করে

• ১৮ থেকে ৬০ বছর বয়সী কেউ মারা গেলে আমাদের সরকার ২ লক্ষ টাকা করে দিচ্ছে

• বিজেপি সারাক্ষণ কুৎসা করে বেড়াচ্ছে

• রাজস্থানে গিয়ে আটকে পড়েছিল পড়ুয়ারা, আমি বাসে করে নিয়ে এসেছি

• পরিযায়ী শ্রমিকরা হেঁটে হেঁটে এসেছে, আটকে পড়েছিল, দিল্লি সরকার, যাঁরা আপনাদের মিথ্যে কথা বলতে ভোট চাইছে, তাঁরা একটা টাকা দেয়নি

• মাদ্রাসায় যাঁরা পড়েন, তাঁদের সরকার থেকে ট্যাব দিচ্ছি, যাতে ঘরে বসে অনলাইনে পড়াশোনা করতে পারবেন

• ১ কোটিরও বেশি সাইকেল দিয়েছি, আরও দেওয়া হবে

• গরিব মেয়েরা বিয়ে না হলে রূপশ্রী পাচ্ছেন

• মেয়েরা কন্যাশ্রী পাচ্ছে, স্কুলে কন্যাশ্রী -১, কলেজে কন্যাশ্রী-২, বিশ্ববিদ্যালয়ে কন্যাশ্রী-৩

• আপনারা জানেন, মাধ্যমিকের টেস্ট পেপার দিই, ছোট ছোট ছেলেমেয়েদের জামাকাপড় দিই

• স্বাস্থ্যসাথী কার্ড যদি করেন, তা হলে বেসরকারি হাসপাতালেও ৫ লক্ষ টাকা পর্যন্ত পাবেন বছরে।

• আগামী জুন মাস পর্যন্ত বিনা পয়সায় রেশন দিচ্ছে, আমাদের সরকার আসবে, আবার ফ্রি করে দেব

• বিনা পয়সায় রেশন দিচ্ছি, একটা রাজ্য দেখাতে পারবেন আমাকে, বিনা পয়সায় রেশন দিচ্ছে

• কৃষকদের জমির খাজনা আমরা মকুব করে দিয়েছি

• কোচবিহার শুরু হয় ১ নম্বর দিয়ে, লোকসভার ৪২টি আসনের মধ্যে ১ নম্বরে কোচবিহার, বিধানসভায় থাকে মেখলিগঞ্জ

• কোচবিহারে মেডিক্যাল কলেজ করে দিয়েছি, গতকালই সেই মেডিক্যাল কলেজ চালু করে দিয়েছি

• কেন্দ্র প্রতিশ্রুতি রাখেনি, কিন্তু আমি করে দিয়েছি

• দীর্ঘদিন আপনাদের দাবি ছিল নারায়ণী সেনা তৈরির

• আমরা এ ছাড়াও এ বছরে রাজবংশী ভাষা অ্যাকাডেমি ও কালচারাল অ্যাকাডেমিকে ২৫ কোটি টাকা দেওয়া হয়েছে

• রাজবংশী কালচারাল অ্যাকাডেমি তৈরি হয়েছে

• রাজবংশী ভাষা অ্যাকাডেমি তৈরি হয়েছে

• আমি বহু আগে থেকেই এখানে এসেছি, উত্তরবঙ্গের বঞ্চনা আমার মাথায় ছিল

• আমি কিন্তু কোনও কিছুই ভুলিনি

• কত অত্যাচার দেখেছি আমরা সিপিএম-এর

• ভোটের জন্য আমরা ভাগাভাগি করি না

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement