Amit Shah

‘পাঁচ বছর সুযোগ পেলে সোনার বাংলা গড়ব’, রোড শো শেষে বললেন অমিত শাহ

সব কর্মসূচি সেরে রবিবার বিকেলে অন্ডাল বিমানবন্দরের দিকে রওনা দেবে অমিত শাহের কনভয়। রাত আটটায় রাজ্য ছাড়বেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২০ ১০:৫৫
Share:

রোড শো শেষ করে অমিত শাহ বললেন, ‘এমন রোড শো আমি জীবনে দেখিনি।’ নিজস্ব চিত্র

• ‘পাঁচ বছর সুযোগ পেলে সোনার বাংলা গড়ব’, রোড শো শেষে বললেন অমিত শাহ

Advertisement

• ‘পরের বার ভোটে পদ্ম ফুলে বোতাম টিপে ভোট দিলে পশ্চিমবঙ্গ উন্নয়নের রাস্তায় চলতে শুরু করবে’, বললেন অমিত শাহ।

• অনুপ্রবেশ প্রসঙ্গ তুলে রাজ্য সরকারকে বিঁধলেন অমিত শাহ।

Advertisement

• ‘পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করে নিয়েছেন, পরিবর্তন করবেনই। এই পরিবর্তন পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য পরিবর্তন’, বললেন অমিত শাহ।

• রোড শো শেষ করে অমিত শাহ বললেন, ‘এমন রোড শো আমি জীবনে দেখিনি।’

• বিজেপি সংমর্থকদের ভিড়ে ঠাসা বোলপুরের রাস্তা। বোলপুরের চৌরাস্তা পর্যন্ত হবে রোড শো।

• হনুমান মন্দিরে পুজো দিলেন অমিত শাহ, এবার বোলপুরের ডাকবাংলো থেকে শুরু হল রোড শো।

• মধ্যাহ্নভোজ সেরে হনুমান মন্দিরে পুজো দেবেন।

• সোনাঝুরির কাছে পাল্টা বিক্ষোভ বাউলদের।

• বাসুদেব দাস বাউলের বাড়িতে মধ্যাহ্ন ভোজে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। সঙ্গে আছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়, অনুপম হাজরা-সহ প্রমুখ

• বাসুদেব দাস বাউলের বাড়িতে পৌঁছলেন অমিত শাহ। শিবের মাথায় জল ঢাললেন। বাউল গান শুনছেন।

• গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল পুরস্কার দিয়ে নোবেলই সম্মানিত হয়েছে। জানালেন অমিত শাহ।

• বাংলাদেশ ভবনে পৌঁছে গিয়েছেন অমিত শাহ

‌‌• সঙ্গীত ভবনের অনুষ্ঠান শেষ। এবার বাংলাদেশ ভবনে যাবেন অমিত শাহ।

• উপাসনা গৃহ ঘুরে দেখলেন কেন্দ্রীয় তিনি।

• বিশ্বভারতীতে বাউল গান শুনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

• তাঁকে স্বাগত জানান, রাহুল সিনহা, রাজু বন্দ্যোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়-সহ বিজেপি নেতারা।

• বিশ্বভারতীতে পৌঁছে গেলেন অমিত শাহ।

• গাড়িতে করে বিশ্বভারতীর পথে শাহ।

• বিশ্বভারতীর হেলিপ্য়াডে পৌঁছে গেলেন অমিত শাহ।

• নিউটানের হোটেল থেকে রওনা দিলেন অমিত শাহ।

শনিবার মেদিনীপুরের ‘মেগা’ জনসভার পর রবিবারও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রয়েছে ঠাসা কর্মসূচি। তিনি রবিবার সকালে নিউটানের হোটেল থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হলেন। সেখান থেকে বিশ্বভারতীর জন্য হেলিকপ্টারে উঠবেন। সকাল ১০.৫০ মিনিটে হেলিকপ্টার থেকে নেমে বিশ্বভারতীতে পৌঁছনোর কথা শাহের। দুপুর ১২.৫৫ মিনিটে বাংলাদেশ ভবনে যাওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। তারপর বোলপুরেই এক বাউল শিল্পীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন তিনি। রবিবার একটি রোড শো করারও কথা রয়েছে তাঁর। সেই রোড শো শেষ করে বিকেলের দিকে তিনি সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন বলে খবর পাওয়া গিয়েছে। তারপরই, রবিবার বিকেলে অন্ডাল বিমানবন্দরের দিকে রওনা দেবে কনভয়। রাত আটটায় রাজ্য ছাড়বেন অমিত শাহ। ​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement