Bimal Gurung

পাহাড় নিয়ে বৈঠক ইতিবাচক, বললেন মুখ্যমন্ত্রী

মোর্চার ‘নতুন মুখ’ বিনয় তামাঙ্গ জানিয়েছেন আজকের বৈঠকে আলোচনা হবে গোর্খাল্যান্ড নিয়ে। সূত্রের খবর, এ দিনের বৈঠকে পাল্টা জিটিএ-র হাতে আরও ক্ষমতা-অনুদান বাড়ানোর প্রস্তাব দিতে পারে রাজ্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৭ ১৫:৩৪
Share:

বিস্ফোরণের তদন্ত করুক এনআইএ, দাবি তামাঙ্গের।

Advertisement

মোর্চা নেতাদের মৃত্যুর তদন্ত করুক সিবিআই: তামাঙ্গ।

পাহাড়ে বিস্ফোরণের নিন্দা করেন তামাঙ্গ।

Advertisement

গোর্খাল্যান্ডের বিষয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলাম: বিনয় তামাঙ্গ।

বৈঠকে যোগ দেওয়ার জন্য সব পক্ষকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।

এতদিনে পাহাড় নিয়ে কথা বলা শুরু হয়েছে: মমতা।

পাহাড়ে শান্তি ফেরাতে সব দল একমত হয়েছে, সাংবাদিক বৈঠকে জানালেন মমতা।

গোর্খাল্যান্ড নিয়ে বৈঠকে কোনও কথা হয়নি। জানালেন মুখ্যমন্ত্রী।

বৈঠকে বন‌্ধ প্রত্যাহার করতে পাহাড়ের নেতাদের বলেন মুখ্যমন্ত্রী।

১২ সেপ্টেম্বর টানা ফের বৈঠক। বৈঠক হবে উত্তরকন্যায়।

আলোচনা খুব ভাল হয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী।

বৈঠক খুব ইতিবাচক: মুখ্যমন্ত্রী

সাংবাদিক সম্মেলন মুখ্যমন্ত্রীর।

নবান্নে শেষ প্রথম পর্যায়ের বৈঠক।

কিছুক্ষণের মধ্যেই শেষ হবে প্রথম পর্যায়ের বৈঠক।

বৈঠকে উপস্থিত রাজ্যের তিন মন্ত্রী। গৌতম দেব, অরূপ বিশ্বাস, পার্থ চট্টোপাধ্যায়।

৪টে ২১ মিনিট। নবান্নে শুরু হল বৈঠক।

মুখ্যমন্ত্রী ছাড়াও বৈঠকে থাকবেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার।

নবান্নে মোর্চা এবং জিএনএলএফ নেতারা।

নবান্নে পৌছলেন গোর্খা নেতারা।

নবান্নের পথে রওনা হলেন বিনয় তামাঙ্গ-সহ পাঁচ গোর্খা নেতা।

আর কিছুক্ষণ পরই পাহাড় পরিস্থিতি নিয়ে নবান্নে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়। উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেবে মোর্চা, জিএনএলএফ-সহ পাহাড়ের অন্যান্য দল। এ দিন দু’টি পর্যায়ে বৈঠক হওয়ার কথা। প্রথম পর্যায়ে চারটে থেকে পাঁচটা পর্যন্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। দ্বিতীয় পর্যায়ে পাঁচটা থেকে ছ’টা পর্যন্ত পাহাড়ের উন্নয়ন পর্ষদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: রাজ্যই ভরসা, বলছেন বিনয়

মোর্চার ‘নতুন মুখ’ বিনয় তামাঙ্গ জানিয়েছেন আজকের বৈঠকে আলোচনা হবে গোর্খাল্যান্ড নিয়ে। সূত্রের খবর, এ দিনের বৈঠকে পাল্টা জিটিএ-র হাতে আরও ক্ষমতা-অনুদান বাড়ানোর প্রস্তাব দিতে পারে রাজ্য। এ দিকে নবান্নে বৈঠকের আগেই মিরিক পুরসভার সামনে বোমা উদ্ধার হল।

আড়াই মাসের অচলাবস্থা কাটবে পাহাড়ে? শান্তি প্রতিষ্ঠান জন্য মিলবে কোনও রফাসূত্র। সবার নজর নবান্নের দিকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement