GJM

গুরুঙ্গকে চ্যালেঞ্জ ছুড়ে আবার পিনটেল ভিলেজে বৈঠকের ডাক

পাহাড় ইস্যুতে নবান্নে তৃতীয় দফার বৈঠক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৭ ১৫:১৪
Share:

ফাইল চিত্র।

• পাহাড়ের অর্থনৈতিক হাল ফেরানো নিয়ে কথা হয়েছ, বললেন বিনয় তামাঙ্গ।

Advertisement

•চা বাগানের শ্রমিকদের বেতনের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, জানালেন বিনয়।

• ত্রিপাক্ষিক বৈঠক নিয়ে কথা হয়েছে, জানালেন বিনয় তামাঙ্গ।

Advertisement

• বাংলা ভাগের চক্রান্ত করছে বিজেপি: মমতা

• বিজেপি অশান্তিতে মদত দিচ্ছে, অভিযোগ মুখ্যমন্ত্রীর।

• স্থায়ী সমাধান চাই। আবার যাতে এমন কিছু না হয়, সেই লক্ষ্যে আমরা স্থায়ী সমাধান খুঁজব। কী ভাবে আমরা সমাধান করব, তা নিয়ে কোনও ভাল প্রস্তাব এলে ভেবে দেখব। তবে সমাধান আমাদেরই করতে হবে।বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

• দার্জিলিংয়ের কোনও দল চায় না হিংসা হোক, বললেন মুখ্যমন্ত্রী।

• আমরা মাথা নত করব না, আমাদের অফিসার খুন হয়ে গেলেন, কিন্তু কোনও সহানুভূতি পেলাম না, উল্টে বাহিনী প্রত্যাহার করে নিল কেন্দ্র, বললেন মমতা।

আরও পড়ুন: বাংলা ভাগের চক্রান্ত করছে বিজেপি : মমতা

• সেনা প্রত্যাহার অগণতান্ত্রিক, অসাংবিধানিক মন্তব্য মুখ্যমন্ত্রীর।

• সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা।

• দার্জিলিংয়ের শান্তি ফেরাতে যা করা দরকার, তা আমরা এক হয়ে করব।

• জিটিএ-এর যে সব দাবি আছে, আমরা তা বিবেচনা করব, বৈঠক শেষে জানালেন মমতা।

• পাহাড় নিয়ে নিয়ে ফের বৈঠক ২১ নভেম্বর, পিনটেল ভিলেজে, বিকেল চারটের সময়।

• পাহাড়ের সব রাজনৈতিক দলগুলি যোগ দিয়েছিল আজকের বৈঠকে।

• শান্তির ফেরানোর বিষয়টি নিয়ে কথা হয়েছে, জানালেন মমতা।

• বৈঠক ইতিবাচক এবং ভাল হয়েছে, বললেন মুখ্যমন্ত্রী।

• বৈঠকে অখিল ভারতীয় গোর্খা লিগের প্রতিনিধিরা।

• নবান্নে উপস্থিত বিনয় তামাঙ্গ।

• এ দিনের বৈঠকে নেই হরকা বাহাদুরের জাপ।

• বৈঠকে রয়েছেন মোর্চার তিন বিধায়ক।

• বৈঠকে পাহাড়ের উন্নয়ন নিয়ে কথা হবে বলে সূত্রের খবর।

পাহাড়ে শান্তি ফেরাতে তৃতীয় দফার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে যোগ দিয়েছেন বিনয় তামাঙ্গরা।এর আগে পাহাড়ে পরিস্থিতি নিয়ে দু’ দফায় বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে নবান্ন তার পর উত্তরকন্যায় বৈঠক হয়। ১২ সেপ্টেম্বর উত্তরকন্যায় বৈঠকের পরই ঠিক হয়েছিল, সোমবার বৈঠকের কথা। অমিতাভ মালিকের মৃত্যুর পর এ দিনের বৈঠক রাজনৈতিক ভাবে বিশেষ গুরুত্বপূর্ণ।

নবান্নে যখন বৈঠক করছেন তখনই পরিস্থিতি খতিয়ে দেখতে পাহাড়ে রাজ্য পুলিশের (ডিজি) সুরজিৎ কর পুরকায়স্থ। বিভিন্ন এলাকায় যান ডিজি। দার্জিলিং থানাতেও যান তিনি। ডিজি জানিয়েছেন, পাহাড়ের পরিস্থিতি স্বাভাবিক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement