অনলাইন পোর্টালে নথিভুক্ত হবেন ভোটকর্মীরা। আর তা করবেন সংশ্লিষ্ট দফতরের দায়িত্বপ্রাপ্ত প্রধানেরা। মঙ্গলবার জেলাশাসকদের বৈঠকে এ কথা জানিয়েছেন রাজ্য মুখ্য নির্বাচনী অফিসার (সিইও) দফতরের কর্তারা।
এ দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বণিকসভা বেঙ্গল চেম্বার অব কর্মাসের লাউঞ্জে আগামী লোকসভা নির্বাচনের প্রস্তুতি বৈঠক হয়। জেলাশাসক এবং অতিরিক্ত জেলাশাসকদের (নির্বাচন) সঙ্গে বৈঠক করেন সিইও দফতরের কর্তারা। সূত্রের খবর, সেই বৈঠকে বলা হয়, জাতীয় নির্বাচন কমিশন একটি অনলাইন পোর্টাল তৈরি করেছে।
যেখানে সরাসরি ভোটকর্মীদের হিসেব থাকবে। আর যে যে দফতরের কর্মীরা ভোটকর্মী হিসেবে যাবেন, সেই সেই দফতরের প্রধানেরা এ ব্যাপারে যাবতীয় তথ্য ওই পোর্টালে তুলবেন। এত দিন ভোটকর্মীদের চূড়ান্ত তালিকা তৈরি হত জেলাশাসকের দফতর থেকে। যত দ্রুত সম্ভব ভোটকর্মীদের তালিকা তৈরির জন্য এ দিন জেলাশাসকদের নির্দেশ দেন সিইও দফতরের কর্তারা।
৪ জানুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। তার আগে সেই তালিকা বারবার পরীক্ষার নির্দেশ দিয়েছে সিইও দফতর। ভোটার
ছবি নিয়ে আলাদা করে সতর্ক করা হয়েছে। সম্প্রতি উত্তরপ্রদেশের ভোটার তালিকায় সানি লিওনের ছবি প্রকাশ হয়েছিল। সেই ঘটনার উদাহরণও টানেন সিইও দফতরের কর্তারা।
এ বার দেশের সমস্ত আসনেই ‘ইলেকট্রনিক ভোটিং মেশিনে’র (ইভিএম) সঙ্গে ‘ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল’ (ভিভিপ্যাট) ব্যবহার হবে। ফলে সেগুলিতে কোনও ত্রুটি-বিচ্যুতি যাতে না হয়, তা দেখতে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, এই সংক্রান্ত প্রচারের উপরেও জোর দিতে বলা হয়েছে।