শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া সরল করতে পদক্ষেপ করল রাজ্য সরকার। রাজ্য সরকারের বিভিন্ন দফতরের যে সব পদে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) কর্মী নিয়োগ করে না, সেগুলির ক্ষেত্রে নিয়োগের জন্য মন্ত্রিসভার অনুমোদন দরকার হয়।
এত দিন নিয়ম ছিল, এক বার মন্ত্রিসভার অনুমোদনের পর এক বছরের মধ্যে শূন্য পদে নিয়োগ না হলে নতুন করে মন্ত্রিসভার বৈঠকে ওই সিদ্ধান্ত নিতে হবে। গত ১৯ ডিসেম্বর নবান্ন নির্দেশিকা জারি করে বলেছে, এ বার থেকে মন্ত্রিসভার অনুমোদনের পরে একের বদলে দু’বছরের মধ্যে শূন্য পদে নিয়োগ করতে হবে।
নবান্ন সূত্রের খবর, রাজ্য সরকারের বিভিন্ন দফতরের বহু পদেই নানা কারণে নির্দিষ্ট এক বছরের মধ্যে নিয়োগ করা সম্ভব হয়নি। সেই পদগুলিতে নিয়োগে যাতে আর দেরি না হয়, তার জন্যই নবান্নের এই নির্দেশ। তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মেন্টর গ্রুপের আহ্বায়ক মনোজ চক্রবর্তী বলেন, ‘‘আমাদের দীর্ঘ দিনের দাবি মিটল। সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।’’