প্রতীকী ছবি।
ভাদ্রের গরমে খানিক স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। সোমবার আলিপুর আবহাওয়া দফতর সূত্রে দক্ষিণবঙ্গের দুই জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই জেলা দু’টি হল বীরভূম এবং মুর্শিদাবাদে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
সোমবার কলকাতার জন্য স্বস্তির কোনও খবর দিতে পারেনি আবহাওয়া দফতর। কলকাতার আকাশ মেঘলা থাকবে। শহরের কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস সূত্রের খবর। বজ্রপাতের সময় বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস।
তবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। সেখানে মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকার কারণে বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও মঙ্গলবার থেকে তুলনামূলক ভাবে বৃষ্টির পরিমাণ কমতে পারে উত্তরের জেলাগুলিতে।