— প্রতিনিধিত্বমূলক চিত্র।
ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই বঙ্গ থেকে প্রায় বিদায় নিয়েছে শীত। সেই আবহেই বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। সেই তুলনায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছে। মঙ্গলের ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে প্রায় ৪.৯ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ থেকে ৩১ ডিগ্রির আশপাশে।
বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায়। বুধবারের জন্য এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম এবং নদিয়ায়। এ ছাড়াও, আলিপুর জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী পাঁচ দিনে রাজ্যের কোথাও সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই।
আলিপুর জানিয়েছে, মঙ্গলবার নতুন করে একটি পশ্চিমি ঝঞ্ঝা আসতে চলেছে। সেই কারণেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতেও। মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টি হতে পারে। দার্জিলিঙে হালকা তুষারপাতের সম্ভাবনা। বুধবার থেকে জলপাইগুড়ি, কোচবিহার-সহ উত্তরের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টি শুরু হবে। সেই সঙ্গে সকালের দিকে ঘন কুয়াশায় ঢাকবে উত্তরের তিন জেলা। আলিপুর জানিয়েছে, বুধবার সকালে দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশা থাকবে। ওই জেলাগুলিতে কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যেতে পারে।