Goa Rape and Murder

আইরিশ-ব্রিটিশ পর্যটককে ধর্ষণ করে খুন! গোয়াকাণ্ডে আট বছর পর যাবজ্জীবন কারাদণ্ড হল যুবকের

আট বছর ধরে দীর্ঘ বিচারপ্রক্রিয়া চলার পর সম্প্রতি বিকটকে দোষী সাব্যস্ত করেছে গোয়ার মারগাঁও জেলা দায়রা আদালত। বিকটের বিরুদ্ধে ধর্ষণ, খুন ছাড়াও চুরি এবং প্রমাণ নষ্ট করার অভিযোগ আনা হয়, যার সব ক’টিই আদালতে প্রমাণিত হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৩
Share:
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

২০১৭ সালে গোয়ায় এক বিদেশিনীকে ধর্ষণ করে খুনের ঘটনায় আসামীকে আট বছর পর যাবজ্জীবন কারাদণ্ড দিল গোয়ার আদালত! সোমবার বিকট ভগত নামে ৩১ বছরের ওই যুবককে যাবজ্জীবনের সাজা শোনানো হয়েছে। আইরিশ-ব্রিটিশ পর্যটককে ধর্ষণ-খুনের ঘটনায় সম্প্রতি দোষী সাব্যস্ত হয়েছিলেন বিকট।

Advertisement

আট বছর ধরে দীর্ঘ বিচারপ্রক্রিয়া চলার পর সম্প্রতি বিকটকে দোষী সাব্যস্ত করেছে গোয়ার মারগাঁও জেলা দায়রা আদালত। বিকটের বিরুদ্ধে ধর্ষণ, খুন ছাড়াও চুরি এবং প্রমাণ নষ্ট করার অভিযোগ আনা হয়, যার সব ক’টিই আদালতে প্রমাণিত হয়েছে।

২০১৭ সালে ভারতে ঘুরতে এসেছিলেন বছর ২৮-র ওই বিদেশিনী। ভারতে এসে যুবতী গোয়ার একটি হোটেলে উঠেছিলেন। এর দিনকয়েক পরেই গোয়ার কানকোনা এলাকার একটি নির্জন মাঠ থেকে তাঁর দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তে জানা যায়, নিহতের মুখে, মাথায় এবং ঘাড়ে গভীর ক্ষত ছিল। সারা শরীরে ছিল ধস্তাধস্তির চিহ্ন। ময়নাতদন্তে ধর্ষণেরও প্রমাণ মেলে। এর পরেই ধর্ষক-খুনির খোঁজে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। তদন্তে নেমে বিকটের খোঁজ পান তদন্তকারীরা। তাঁর জামায় এবং বাইকে নিহত তরুণীর রক্তের দাগ ছিল। এর পরেই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে বিচারপ্রক্রিয়া শুরু হয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে সোমবার ওই মামলাতেই বিকটকে যাবজ্জীবনের সাজা শোনাল গোয়ার আদালত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement