ফাইল চিত্র।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আজ রবিবার সন্ধ্যায় শুরু হয় ঝড়ো হাওয়া, সঙ্গে বৃষ্টি। শনিবার ও রবিবার বাতাসে আদ্রতার পরিমান বেশি থাকায় সারাদিন অস্বস্তি ছিল। এর পরই রবিবার সন্ধ্যায় নামে স্বস্তির বৃষ্টি। রাত্রি আটটা নাগাদ কলকাতার উপর দিয়ে ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝাপটা হাওয়া বয়ে যায় বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, বাংলাদেশ-মেঘালয় সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, মধ্যপ্রদেশের উপর। এই দুইয়ের প্রভাবে আগামী তিন দিন কলকাতা ও দক্ষিণ বঙ্গে এই আবহাওয়া থাকবে। মাঝে মধ্যেই ঝড়ো হাওয়ার সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় বৃষ্টির পরিমান একটু বাড়তে পারে। আর হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। তিন দিন পর পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: করোনার লড়াইয়ের মাঝে মাতৃ দিবসে শ্রদ্ধা বালুশিল্পীর
আরও পড়ুন: এ বার করোনার টিকা আবিষ্কার? ইতালির বিজ্ঞানীদের দাবি ঘিরে আশার আলো