প্রতীকী ছবি।
পেট্রল, ডিজ়েল, রান্নার গ্যাস ও কেরোসিনের মতো জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে টানা প্রতিবাদের কর্মসূচি নিল বামফ্রন্ট। আলিমুদ্দিনে বুধবার বামফ্রন্টের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ১৯ জুলাই থেকে ৩ অগস্ট পর্যন্ত কোভিড-বিধি মেনেই লাগাতার প্রতিবাদ কর্মসূচি চলবে। ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর বক্তব্য, তেলের উপরে কর থেকে কেন্দ্র ও রাজ্য, দুই সরকারই লাভবান হয়। মূল্যবৃদ্ধির ক্ষেত্রে কোনও সরকারই তাদের ‘দায়’ অস্বীকার করতে পারে না। পেট্রল, ডিজ়েলের অস্বাভাবিক দামের জন্য পরিবহণের খরচ বেড়ে গিয়ে বাজারের অন্যান্য জিনিসের দামেও প্রভাব পড়ছে। পাশাপাশিই বিমানবাবু এ দিন অভিযোগ করেছেন, স্বাস্থ্যবিধি মেনে অল্প লোক নিয়ে বাম দলগুলি জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে পুলিশ-প্রশাসন তাতে বাধা দিচ্ছে, বাম নেতা-কর্মীদের গ্রেফতারও করা হচ্ছে। অথচ একই বিষয়ে শাসক দল তৃণমূলের কর্মসূচি চলছে মঞ্চ বেঁধে জমায়েত করে। প্রশাসনের এই ‘পক্ষপাতমূলক ভূমিকা’র প্রতিবাদও তাঁরা করছেন বলে বিমানবাবু জানিয়েছেন।