প্রতীকী ছবি।
রাজ্যের ৬টি পুরনিগম-সহ মোট ১১২টি পুরসভায় বকেয়া নির্বাচন করানোর দাবি নিয়ে সরকারের দ্বারস্থ হল বামফ্রন্ট। বিধাননগরের ‘নগরায়ন’ ভবনে মঙ্গলবার রাজ্যের নতুন পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন রবীন দেবের নেতৃত্বে বামফ্রন্টের প্রতিনিধিরা। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর স্বাক্ষরিত দাবিপত্র দেওয়া হয়েছে মন্ত্রীকে। রবীনবাবুদের বক্তব্য, বিধানসভার ৭টি আসনে শাসক দল নির্বাচন ও উপনির্বাচন দ্রুত করাতে চাইছে। তার পাশাপাশি একই দিনে ১১২টি পুরসভার নির্বাচন ঘোষণা করার দাবি তুলছেন বাম নেতৃত্ব। তাঁদের যুক্তি, করোনা পরিস্থিতির মধ্যেও রাজস্থান, হরিয়ানা, কেরল, কর্নাটক, উত্তরপ্রদেশের মতো রাজ্যে পঞ্চায়েত ও পুরসভার ভোট হয়েছে। তা ছাড়া, হাওড়া পুরনিগম-সহ এ রাজ্যে ১৭টি পুরসভা আছে, যাদের ভোট ২০১৮ সাল থেকে বকেয়া। তখন করোনা ছিল না। মন্ত্রী চন্দ্রিমা জানিয়েছেন, বামেদের বক্তব্য শোনা হয়েছে। সরকার যথাসময়ে সিদ্ধান্ত নেবে।