বেঙ্গল কেমিক্যালসের জন্য মোদীকে আর্জি

রাজ্যসভার সাংসদ প্রদীপবাবু লিখেছেন, কয়েক দশক ক্ষতিতে চললেও ২০১৬-১৭ থেকে বর্তমান অর্থবর্ষ পর্যন্ত বেঙ্গল কেমিক্যালস আবার ঘুরে দাঁড়িয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৯ ০৪:২৩
Share:

—ফাইল চিত্র।

আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রতিষ্ঠিত বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস সংস্থার বিলগ্নিকরণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য।

Advertisement

রাজ্যসভার সাংসদ প্রদীপবাবু লিখেছেন, কয়েক দশক ক্ষতিতে চললেও ২০১৬-১৭ থেকে বর্তমান অর্থবর্ষ পর্যন্ত বেঙ্গল কেমিক্যালস আবার ঘুরে দাঁড়িয়েছে। বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই কেন্দ্রীয় সরকারের এখন বিলগ্নিকরণের পথে এগোনো উচিত নয়। প্রধানমন্ত্রী নিজে হস্তক্ষেপ করে বেঙ্গল কেমিক্যালসে বিলগ্নিতকণের ভাবনা ঠেকান, এমন আর্জিই মোদীকে জানিয়েছেন প্রদীপবাবু।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement