মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী।
সরকারি ও আধা-সরকারি সংস্থায় কর্মরত চুক্তিভিত্তিক, সময়ভিত্তিক ও ক্যাজুয়াল কর্মচারীদের বেতন বৈষম্য দূর করার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। সুপ্রিম কোর্ট সমকাজে সমবেতনের নির্দেশ দেওয়ার পরে বিধানসভায় একাধিক বার এই বিষয়ে সরব হয়েছে বামেরা। রাজ্য বাজেটের আগে আবার বিষয়টি মুখ্যমন্ত্রীকে স্মরণ করিয়ে সুজনবাবুর দাবি, সর্বোচ্চ আদালতের নির্দেশ পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত রাজ্য সরকারের কোষাগার থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে পোষিত সমস্ত চুক্তিভিত্তিক, সময়ভিত্তিক ও ক্যাজুয়াল কর্মচারীদের বেতনে বৈষম্য থাকা উচিত নয়। বিভিন্ন ক্ষেত্র মিলিয়ে এই ধরনের কর্মচারীদের জন্য ন্যূনতম মজুরি কার্যকর করার কথা বলছেন বাম নেতারা।