সূর্যের চিঠি

দুর্গাপুর এবং হলদিয়ায় সার কারখানা দুটিকে পুনরুজ্জীবনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। সোমবার দেওয়া এই চিঠিতে সূর্যবাবু বলেছেন, কেন্দ্রীয় সরকার বারাউনি, সিন্ধ্রি এবং গোরক্ষপুরের তিনটি রাষ্ট্রায়ত্ত সার কারখানা পুনরুজ্জীবনের সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ মে ২০১৫ ১৭:১৭
Share:

দুর্গাপুর এবং হলদিয়ায় সার কারখানা দুটিকে পুনরুজ্জীবনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। সোমবার দেওয়া এই চিঠিতে সূর্যবাবু বলেছেন, কেন্দ্রীয় সরকার বারাউনি, সিন্ধ্রি এবং গোরক্ষপুরের তিনটি রাষ্ট্রায়ত্ত সার কারখানা পুনরুজ্জীবনের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ২০০২-০৩ সাল থেকে বন্ধ এ রাজ্যের কারখানা দুটিকে উপেক্ষা করা হয়েছে। অবিলম্বে কেন্দ্রের এই বঞ্চনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের কারখানা দুটিরও পুনরুজ্জীবনের করা হোক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement