ছবি: সংগৃহীত।
‘ভারত ছাড়ো’ আন্দোলনের বর্ষপূর্তির দিনের পরে স্বাধীনতা দিবস। ফের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে পথে নামছে বামেরা। এ বারের ১৫ অগস্ট ‘সংবিধান বাঁচাও’ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে সব বাম দলগুলি। মোদী সরকারের অগণতান্ত্রিক ও সংবিধান-বিরোধী নানা সিদ্ধান্তের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত শিল্প, শিক্ষাকে বেসরকারি হাতে তুলে দেওয়ার চেষ্টারও প্রতিবাদ করার কথা জানিয়ছেন বাম নেতৃত্ব। তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এ বারের প্রতিবাদ কর্মসূচির বিকেন্দ্রীকরণ করা হয়েছে। জেলায় জেলায় প্রতিবাদ হবে, এ রাজ্যে বাম দলগুলির নেতৃত্ব তাঁদের সুবিধামতো কোনও জায়গায় প্রতিবাদ কর্মসূচিতে শামিল হবেন। বাম সূত্রের খবর, কলকাতায় কোনও কেন্দ্রীয় কর্মসূচি করা হবে কি না এবং হলেও সেটা কোথায়, তা অবশ্য এখনও চূড়ান্ত হয়নি।