ডেঙ্গি মোকাবিলায় প্রশাসনিক ব্যর্থতার প্রতিবাদে আগামী ২ নভেম্বর পুরসভা অভিযান করবে বামেরা। একই দিনে একই বিষয়ের প্রতিবাদে পদযাত্রা করবে কংগ্রেসও। বিজেপি ইতিমধ্যেই ডেঙ্গি নিয়ে পথে নেমে কলকাতার মেয়রকে ‘ডেঙ্গিশ্রী’ তকমা দিয়েছে! এ বার শহরের পথে প্রতিবাদে নামছে বাকি দুই বিরোধীও।
ডেঙ্গি নিয়ে জনসচেতনতা বাড়াতে ইতিমধ্যেই প্রচারে নেমেছে বামেরা। তারই অংশ হিসাবে ডেঙ্গির চিকিৎসায় প্রয়োজনীয় রক্তের জোগান দিতে রক্তদান শিবির করছে সিপিএম এবং এসএফআই, ডিওয়াইএফআই। কখনও বাম নেতা-কর্মীরা পথে নেমে জঞ্জাল সাফ করছেন। বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর নেতৃত্বে শনিবার জঞ্জাল সাফাই অভিযান হয়েছে দক্ষিণ কলকাতার বিজয়গড় অঞ্চলে। সুজনবাবু রবিবার অন্য একটি কর্মসূচিতে ভাঙড়ে গিয়ে ডেঙ্গি আক্রান্ত পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন। তাঁর অভিযোগ, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ডেঙ্গি মহামারীর বদলে ডাক্তার এবং স্বাস্থ্য পরিকাঠামোর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছে! এর ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। অথচ সরকার নির্বিকার।’’ সরকারের এই আচরণের প্রতিবাদেই একই সঙ্গে জনসচেতনতার প্রচার এবং বিক্ষোভ কর্মসূচি চালাবে বামেরা।