—ফাইল চিত্র।
রাজ্য জুড়ে কাল, বুধবার বিক্ষোভ কর্মসূচির ডাক দিল বাম ছাত্র সংগঠনগুলি। লকডাউনের মধ্যে বিপুল মানুষকে কাজ হারাতে হয়েছে। তারই মধ্যে কেন্দ্রীয় সরকার যে ভাবে শিক্ষা, কৃষি ও শ্রম ক্ষেত্রে একের পর এক বিল পাশ করে সাধারণ মানুষের দুর্দশা বাড়িয়েছে, তার প্রতিবাদে ২৬ নভেম্বরের ধর্মঘটে ছাত্র সমাজকেও শামিল হওয়ার আহ্বান জানিয়েছে এসএফআই, এআইএসএফ, পিএসইউ, ছাত্র ব্লক, আইসা এবং ডিএসও। কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি ওই ধর্মঘটের ডাক দিয়েছে, যাকে এ রাজ্যে সমর্থন করছে বাম ও কংগ্রেস। সিপিআই (এম-এল) লিবারেশন এবং এসইউসি-র ছাত্র সংগঠনকে সঙ্গে নিয়েই বুধবারের বিক্ষোভ কর্মসূচি করবে চার বাম দল। গত সপ্তাহে একই বিষয়ে বাম যুবদের মিছিলে আসেনি যুব কংগ্রেস এবং এসইউসি-র ডিওয়াইও।