পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল বামেদের।—নিজস্ব চিত্র।
পেট্রল ও ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল সিপিএমের ছাত্র, যুব ও মহিলা সংগঠন। মৌলালি থেকে জোড়া গির্জায় পেট্রল পাম্প পর্যন্ত বৃহস্পতিবার মিছিল করল এসএফআই, ডিওয়াইএফআই এবং গণতান্ত্রিক মহিলা সমিতি। বাম ছাত্র, যুব ও মহিলা নেতৃত্বের বক্তব্য, গত ১০ দিনে দেশ জুড়ে করোনা সংক্রমণের হার যেমন বেড়েছে, প্রায় তার সঙ্গে পাল্লা দিয়েই বেড়ে চলেছে পেট্রল ও ডিজেলের দাম! প্রতিবাদ জানাতে মোটরবাইক সঙ্গে নিয়ে এ দিন মিছিলে হেঁটেছেন অনেকে। পুলিশ জোড়া গির্জার সামনে মিছিলের পথ আটকে গ্রেফতারের প্রস্তুতি নিয়েছিল। কিন্তু প্রতিবাদীরা জানান, তাঁদের মিছিল ওখানেই শেষ হওয়ার কথা। মিছিলে ভিড় ছিল চোখে পড়ার মতো। একই প্রশ্নে আজ, শুক্রবার সাইকেলে চেপে ঢাকুরিয়ায় ইন্ডিয়ান অয়েল দফতরে অভিযানের ডাক দিয়েছেন সুজন চক্রবর্তীরা।