শিলিগুড়ির জন্য অশোকের ধর্নায় বাম বিধায়কেরাও

রাজ্য সরকারের কাছে শিলিগুড়ি পুর নিগমের ‘ন্যায্য পাওনা’ আদায়ের দাবিতে কলকাতায় ধর্না কর্মসূচিতে যোগ দিচ্ছে গোটা বামফ্রন্ট। মেট্রো চ্যানেলে কাল, শুক্রবার ধর্নায় বসার কথা শিলিগুড়ির মেয়র তথা সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্যের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০১:০৮
Share:

রাজ্য সরকারের কাছে শিলিগুড়ি পুর নিগমের ‘ন্যায্য পাওনা’ আদায়ের দাবিতে কলকাতায় ধর্না কর্মসূচিতে যোগ দিচ্ছে গোটা বামফ্রন্ট। মেট্রো চ্যানেলে কাল, শুক্রবার ধর্নায় বসার কথা শিলিগুড়ির মেয়র তথা সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্যের। ওই কর্মসূচির কথা জানিয়ে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছিলেন অশোকবাবু। এখনও পর্যন্ত পুলিশ ধর্নার ব্যাপারে ‘নেতিবাচক’ কিছু জানায়নি। বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর নেতৃত্বে বাম বিধায়কদেরও সে দিন ধর্নায় যোগ দেওয়ার কথা। দাবির প্রতি সহমর্মিতা জানিয়ে সেখানে দেখা যেতে পারে কিছু বিশিষ্ট ব্যক্তিত্বকেও। অশোকবাবুর বক্তব্য, ‘‘যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় শুধু কেন্দ্রীয় সরকারেরই দায়িত্ব নয় রাজ্যকে তার পাওনা দেওয়া। একই ভাবে রাজ্য সরকারকেও স্থানীয় প্রশাসনের প্রতি দায়িত্ব পালন করতে হয়। কিন্তু শিলিগুড়ি নিয়ে বারংবার মন্ত্রীদের কাছে দাবি জানিয়েও বকেয়া পাওনার বিষয়ে কোনও সুরাহা হয়নি। তাই ধর্নায় বসার কর্মসূচি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement