কোচবিহারে সফল লড়াইয়ের জন্য উদয়ন গুহকে অভিবাদন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক অশোক ঘোষের। দলের রাজ্য দফতরে। —নিজস্ব চিত্র।
বিধানসভা ভোটের আগে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু হচ্ছে উত্তরবঙ্গ থেকেই। পুরভোটের পরে উত্তরের মডেল সামনে রেখেই এ বার এগোতে চাইছে বামফ্রন্ট। সেই মতোই শুরু হয়েছে সংগঠনে অন্দরে তৎপরতা। বাম শিবিরে গুরুত্ব বাড়ছে উত্তরবঙ্গের।
তৃণমূলের থাবা থেকে দিনহাটা পুরসভা রক্ষা করতে পারর জন্য দলের কোচবিহার জেলা সম্পাদক এবং স্থানীয় বিধায়ক উদয়ন গুহকে রবিবার কলকাতায় সংবর্ধনা দিয়েছেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য নেতৃত্ব। তাঁদের মতে, পুরভোটে নিজে প্রার্থী হয়ে এবং দলকে জিতিয়ে উদয়নবাবু গোটা বামফ্রন্টকেই পুনরুজ্জীবনের বার্তা দিয়েছেন। তাই তাঁকে প্রতীকী সংবর্ধনা দেওয়া হচ্ছে। একই সঙ্গে দলের রাজ্য দফতরে এ দিন সংবর্ধনা দেওয়া হয়েছে কলকাতা পুরসভায় ফব-র একমাত্র জয়ী কাউন্সিলর শামিমা রেহান খানকেও। আর এক বাম শরিক সিপিআইয়ের রাজ্য পরিষদের বৈঠক থেকে এ দিন যে নতুন রাজ্য সম্পাদকমণ্ডলী তৈরি হয়েছে, সেখানে জায়গা পেয়েছেন শিলিগুড়ির নেতা উজ্জ্বল চৌধুরী। শিলিগুড়ির লড়াই যে লাগাতার রক্তক্ষরণে ধ্বস্ত বামেদের জন্য নতুন দিশা, সেই প্রসঙ্গও আলোচিত হয়েছে সিপিআইয়ের দু’দিনের বৈঠকে।
ফব-র রাজ্য সম্পাদক অশোক ঘোষ এ দিন নিজেই স্মারক তুলে দিয়েছেন প্রয়াত কমল গুহের পুত্র উদয়নবাবুর হাতে। দলের রাজ্য নেতা বরুণ মুখোপাধ্যায়, জয়ন্ত রায়, নরেন চট্টোপাধ্যায়েরা বলেছেন, কমলবাবুর লড়াইয়ের পরম্পরা ধরে রেখেছেন তাঁর বিধায়ক-পুত্র। তিনি শুধু নিজেই জেতেননি। ‘টিম’ গড়ে দিনহাটায় ১০ জন ফব প্রার্থীর ১০ জনকেই জিতিয়েছেন। সংবর্ধনায় তিনি যে ‘বিব্রত’, তা জানিয়ে উদয়নবাবু অবশ্য বলেন, ‘‘আমরা যারা রোহন গাওস্কর, তাদের বিপদ হচ্ছে কথায় কথায় সবাই বাবার সঙ্গে তুলনা করে! সাধ্যমতো লড়াই করেছি। মানুষ যাতে নিজেরা সকাল সকাল বেরিয়ে নিজেদের ভোটটা দেন, সেই কাজটা নিশ্চিত করতে পেরেছি। যেটা পঞ্চায়েত ভোটের সময়ে পারিনি। এটাই আসল জয়।’’ অনুষ্ঠানের পরে উদয়নবাবুর তাত্পর্যপূর্ণ আরও বার্তা, ‘‘সাতের দশকের সন্ত্রাসের সময় যেমন পরিস্থিতি ছিল, এখনও অনেকটা তেমন। মানুষ মনে মনে তৈরি হচ্ছেন। মানুষের চাপ তৈরি হচ্ছে, তৃণমূলের মতো দলের মোকাবিলায় বামপন্থীদের সঙ্গে ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক সব শক্তিকে একজোট হতে হবে। এই চাপ আমরা কী ভাবে মোকাবিলা করব, ভাবতে হবে!’’
সিপিআইয়ের ১৫ সদস্যের নতুন রাজ্য সম্পাদকমণ্ডলীতে এ বার নয়া অন্তর্ভুক্তি উত্তরবঙ্গের উজ্জ্বলবাবুর। তাঁর পাশাপাশিই বীরভূমের অপূর্ব মণ্ডল এবং পূর্ব মেদিনীপুরের চিত্ত দাস ঠাকুর সম্পাদকমণ্ডলীতে এসেছেন বলে দলীয় সূত্রের বক্তব্য। সব বাম দলে উত্তরবঙ্গের বাড়তি গুরুত্বের মাঝেই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এ দিন কড়া বিবৃতি দিয়ে বলেছেন, ‘টাকা বিলিয়ে, সুযোগ-সুবিধা বিলি করে কিংবা ভয় দেখিয়ে যদি শিলিগুড়ির মানুষের রায়কে অমর্যাদা করার চেষ্টা চলে, তবে সর্বতো ভাবে তার বিরোধিতা করবে বামফ্রন্ট’।